বর্ষার সময় পাহাড়ে যাওয়ার আগে দুবার ভাবেন অনেকে। তবে প্রকৃতির আসল রূপ যদি পর্যবেক্ষণ করতে হয় তাহলে বর্ষার এই সময়টাতেই ঘুরে আসুন কোনও পাহাড়ি জঙ্গল থেকে। এমনই একটি জায়গা হল কালেজ ভ্যালি। মানুষের ভিড় এখানে তেমন নেই। এখানে যা কিছু আছে তা মুগ্ধ করে পর্যটকদের। কীভাবে যাবেন? কোথায় থাকবেন? জেনে নিন সবকিছু।
দার্জিলিং থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কালেজ ভ্যালি। এই জায়গার নাম খুব একটা জানেন না কেউ। তাই এটি অফবিট লোকেশনের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই এখানে মানুষের ভিড় কম থাকে। তাই বর্ষার সময় একান্তে নিরিবিলিতে কিছু সময় কাটাতে চাইলে এখান থেকে ঘুরে আসতেই পারেন। এখানে রয়েছে বিশাল বড় চা বাগান। জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা পাহাড়, পাহাড়ি নদী এবং সেই সঙ্গে নাম না জানা অনেক পাখির ডাক আপনাকে মুগ্ধ করবেই।
ব্রিটিশ আমলে কালেজ ভ্যালিতে চা বাগান গড়ে ওঠে। কালিজ ফিজ্যান্ট নামের একটি পাখির নাম থেকে এই জায়গার এরকম নামকরণ হয়েছে। লোকমুখে কালিজ হয়ে গিয়েছে কালেজ। এখানে আশেপাশের মধ্যে লোকালয় বলতে রয়েছে রংবুল। পাখি প্রেমী থেকে শুরু করে ট্রেকার বা শুধু নিরিবিলিতে সময় কাটাতে চাওয়া পর্যটকদের এখানে ভালই সময় কাটবে।
কী কী দেখবেন?
এখানে দেখার মধ্যে রয়েছে পাহাড়ি জঙ্গল, চা বাগান, পাহাড়ি নদী, অসংখ্য বিভিন্ন প্রজাতির পাখি। সেই সঙ্গে এখান থেকে ২ কিলোমিটার দূরে ইন্দ্রানী ফলস থেকেও ঘুরে আসতে পারেন। এই রাস্তাটা ট্রেক করে যেতে হয়। গাড়িতে করে এক কিলোমিটার পথ গেলেও বাকি এক কিলোমিটার পথ ঘন গাছপালায় ঘেরা পাহাড়ি পথ বেয়ে উঠতে হয়। বর্ষার সময় ইন্দ্রেনি ফলসের ঝর্ণার জল বাড়ে। রোদ উঠলে রামধনুর দেখা পাবেন।
পায়ে হেঁটে চা বাগান ঘুরে দেখতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে ভিউ পয়েন্টে গিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন। এখান থেকে দার্জিলিং, সোনাদা, তাগদা, রঙ্গারুন ঘোরা যাবে।
আরও পড়ুন : ১৫০০ টাকায় থাকা-খাওয়া! কালিম্পংয়ের এই গ্রামে না গেলেই চরম মিস
কোথায় থাকবেন?
এখানে একাধিক হোম স্টে রয়েছে। ২ রাত ৩ দিনের মধ্যেই কালেজ ভ্যালি ঘোরা হয়ে যায়। এখানে কিছু কিছু জায়গাতে জিওর মোবাইল কানেকশন ভালো কাজ করে। আবার আপনি চাইলে হোম স্টের নিজস্ব ওয়াইফাই ব্যবহার করতে পারেন। কাজেই এখানে ঘোরার পাশাপাশি ফাঁকা টাইমে কাজের সুবিধাও পাবেন।
আরও পড়ুন : অনেক হল দার্জিলিং-গ্যাংটক, এবার ঘুরে আসুন হিমালয়ান রেঞ্জের এই ছোট্ট গ্রাম থেকে
কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে কালেজ ভ্যালি ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে যাতায়াতে। গাড়ি ভাড়া করে যেতে পারেন। আবার দার্জিলিং থেকে ১৪ কিলোমিটার পথ রংবুল হয়ে গাড়িতে যেতে পারেন। সোনাদা বা রংবুল থেকে হোম স্টের গাড়ি রিজার্ভ করেও যাওয়া যেতে পারে।