হোটেলে নয়, বেড়াতে গিয়ে এই জায়গায় থাকলে বেঁচে যাবে হাজার হাজার টাকা

Published on:

All You Need To Know About Youth Hostles In West Bengal

গরম হোক বর্ষা কিংবা শীত, ঘোরার জন্য পশ্চিমবঙ্গে জায়গার অভাব নেই কোনও। ১-২ দিন হোক কিংবা ৫-৬ দিনের বেড়ানোর প্ল্যান থাকলে উত্তর থেকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন টুরিস্ট স্পটের অপশন পাবেন। তবে প্রধান সমস্যা বাজেট নিয়ে। কোথাও বেড়াতে গিয়ে যাতায়াতের খরচের থেকে বেশি খরচ হয় থাকা-খাওয়ার পেছনে। তবে সেই সমস্যাও এবার দূর হল। এখন পশ্চিমবঙ্গের যে কোনও জায়গাতে বেড়াতে গেলে খুবই কম খরচে থাকার সুবিধা পাবেন। কীভাবে? জেনে নিন উপায়।

বেশিরভাগ ক্ষেত্রেই বেড়াতে গিয়ে পর্যটকরা হোটেলে থাকার ব্যবস্থা করেন। নামিদামি হোটেলের ভাড়া বেশ বেশি। তাই আপনি চাইলেই থাকতে পারেন ইয়ুথ হোস্টেল বা যুব আবাসে। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যুব আবাস তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গের যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে পরিচালিত এই যুব আবাসের ভাড়া হোটেলের তুলনায় খুবই কম।

YOUTH HOSTLE

বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই যুব আবাস তৈরি হয়েছে। বেড়ানো কিংবা কাজের ক্ষেত্রের সুবিধার্থে যুবক-যুবতীরা এখন থাকার ঘর পেয়ে যাচ্ছেন খুব সহজেই। এখানে যত রাত থাকবেন সেই অনুসারে ভাড়া দিতে হয়। তবে তিন দিনের বেশি এই যুব হোস্টেলগুলোকে ভাড়া করা যায় না। সব থেকে বড় সুবিধা এখানে পরিবার নিয়েও থাকা যায়।

পশ্চিমবঙ্গের এই যুব আবাসগুলোতে চেক ইনের সময় হল সকাল ৯.০০টা। আর চেক আউট করতে হবে সকাল ৮.৩০ টার সময়। এখানে আপনি ডরমেটরি, এসি রুম, নন এসি রুম, সিঙ্গেল রুম, ডবল বেড রুমের সুবিধা পাবেন। অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই রুম বুক করতে পারবেন। তবে অফলাইন বুকিংয়ের জন্য মৌলালির অফিস থেকে বুক করতে হবে।

YOUTH HOSTLE

যুব আবাসের রুম বুক করবেন কীভাবে?

যদি অনলাইনে রুম বুক করতে চান সে ক্ষেত্রে আপনাকে https://youthhostelbooking.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর লোকেশনে গিয়ে আপনি যে জায়গায় হোস্টেল বুক করতে চাইছেন সেখানকার লোকেশন লিখুন। তারপর রেজিস্ট্রেশন করে টাকা জমা করতে হবে।

আরও পড়ুন : ১৫০০ টাকায় থাকা-খাওয়া! কালিম্পংয়ের এই গ্রামে না গেলেই চরম মিস

উত্তরবঙ্গে বেড়াতে গেলে কোন কোন ইউথ হোস্টেলে থাকতে পারেন?

বর্তমানে সবথেকে বেশি চাহিদা রয়েছে উত্তরবঙ্গের ইউথ হোস্টেলগুলোর। তাই আজকের এই প্রতিবেদনে উত্তরবঙ্গের কিছু হোস্টেলের সন্ধান রইল।

  • জলদাপাড়া এবং ডুয়ার্স : এখানে আলিপুরদুয়ার-জলদাপাড়া যুব আবাসে থাকতে পারবেন। এসি ডবল বেডরুমের দাম পড়বে ৮৫০ টাকা। নন এসি ডাবল বেডরুমের ভাড়া ৭০০ টাকা। ডরমেটরিতে থাকতে হলে ২০০ টাকা লাগবে। এছাড়া ডুয়ার্সের পাহাড়তলী ভুটানঘাট ইউথ হোস্টেলে থাকতে পারবেন। এসি ডবল বেডরুমের ভাড়া এখানে ৭০০ টাকা। নন এসির ভাড়া ৬০০ টাকা। ভিআইপি রুমের ভাড়া ১৯৫০ টাকা।
  • জলপাইগুড়ি : জলপাইগুড়ি চালতা যুব আবাসে থাকলে এসি ডাবল বেড রুমের ভাড়া ৯০০ টাকা লাগবে। যদি ৪ বেডের রুম বুক করেন তাহলে ১২০০ টাকা লাগবে। ভিআইপি রুম বুক করলে ১১৫০ টাকা লাগবে।

আরও পড়ুন : অনেক হল দার্জিলিং-গ্যাংটক, এবার ঘুরে আসুন হিমালয়ান রেঞ্জের এই ছোট্ট গ্রাম থেকে

  • মালদা : মালদাতে রয়েছে মাল্টি ফেসালিটি যুব আবাস। এখানে এসি ডাবল বেডরুমের ভাড়া ৯০০ টাকা। নন এসি ডাবল বেডরুমের ভাড়া ৬৫০ টাকা। ভিআইপি রুমের ভাড়া ১৭৫০ টাকা। ডরমেটরিতে থাকার জন্য ২০০ টাকা খরচ করতে হবে।