সন্তানের বয়স কত হলে পাহাড়ে ভ্রমণ করা উচিত? না জানল চরম বিপদে পড়বেন

Published on:

সঙ্গে ছোট বাচ্চা থাকলে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক ভাবনা-চিন্তা করে এগোতে হয়। বিশেষ করে উঁচু পাহাড়ি জায়গাতে যদি ঘোরার বাসনাও থাকে মনে তাহলেও অনেক সময় বাবা-মা পিছিয়ে আছেন ছোট সন্তানের কথা ভেবে। সন্তানের বয়স ঠিক কত হলে তাকে নিয়ে পাহাড় ভ্রমণ করা যায়? সঙ্গে কী কী রাখতে হবে? জানুন এই প্রতিবেদন থেকে।

অতিরিক্ত উচ্চতায় কী কী সমস্যা হয় শিশুদের?

বেশি উচ্চতায় শিশুদের খুব একটা সমস্যা হয় না। তাদের সহ্য শক্তি অনেক বেশি। এমনটাই জানাচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। তবে শরীরে হার্ট, কিংবা ফুসফুসের কোনও সমস্যা থাকলে আলাদা ব্যাপার। দার্জিলিং, গ্যাংটক থেকে শুরু করে নাথুলা, গুরুদংমার, লাদাখ ইত্যাদি উঁচু পাহাড়ি জায়গাতে শিশুকে নিয়ে যাওয়ার আগে কিছু বিষয়ে সাবধান হতে হবে বাবা-মাকে। অনেক সময় এই ধরনের ক্ষেত্রে শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে।

Travel with kids

বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ৪-৫ বছর বয়সী শিশুরাও নাথুলা, লাচুং, জিরো পয়েন্টে কোনও সমস্যা ছাড়াই ঘুরে এসেছে। আবার অনেক সময় ৮-১০ বছর বয়সী শিশুর ওই জায়গাতেই শরীরে অক্সিজেনের ঘাটতির কারণে সমস্যা হয়েছে। শিশু বিশেষজ্ঞদের দাবী অতিরিক্ত উচ্চতায় শিশুদের শ্বাসকষ্ট বা গা বমি বা অন্য কোনও সমস্যা হলে তাকে দ্রুত নিচে নামিয়ে আনতে হবে।

কোন বয়সের শিশুদের অতিরিক্ত উচ্চতায় নিয়ে যাওয়া যায়?

শিশু বিশেষজ্ঞরা বলছেন নাথুলা, গুরুদংমারের মত জায়গাতে যেতে হলে শিশুর বয়স তিন থেকে সাড়ে তিন বছর হলে ভাল হয়। যাতে অন্ততপক্ষে শিশু তার কী কষ্ট হচ্ছে সেটা জানাতে পারে। আর বেড়ানোর আগে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছ থেকে তার শারীরিক অবস্থা চেকআপ করিয়ে নেওয়া ভালো।

আরও পড়ুন : বর্ষায় বেড়াতে গেলে কোন কোন জিনিস সঙ্গে রাখতেই হবে? না জানলে বিপদে পড়বেন

Travel with kids

আরও পড়ুন : পথের গোলমালে হয়রানির দিন শেষ! Google Map ছেড়ে আজই ব্যবহার করুন এই ম্যাপ

শিশুকে নিয়ে পাহাড়ে যাওয়ার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন?

ডাক্তারের পরামর্শ মত প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। সঙ্গে একটি অক্সিজেন ক্যান রাখতে পারেন। যাতে অতিরিক্ত উচ্চতায় নিঃশ্বাস নিতে অসুবিধা হলে সেটা ব্যবহার করা যায়। আপনার সন্তানের হার্ট, ফুসফুস কিংবা কিডনিতে কোনও সমস্যা থাকলে সাবধান হতে হবে আগেই।