বাতিল হল শিয়ালদহ লাইনের ৮৮ টি ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে দেখুন তালিকা

Published on:

Several Trains Have Been Cancelled For Three Days In Sealdah Route

ফের রেলের রক্ষণাবেক্ষণের কারণে শিয়ালদহ লাইনের একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা হল। আগামী শুক্রবার থেকে শিয়ালদহ স্টেশনের ৫ টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রবিবার দুপুর পর্যন্ত অন্ততপক্ষে ওই প্ল্যাটফর্মগুলো থেকে কোনও ট্রেন ছাড়বে না কিংবা কোনও ট্রেন এসে দাঁড়াবেও না। যার ফলে ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের।

রেলের রক্ষণাবেক্ষণের কারণে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে এভাবেই ট্রেন বাতিল হয়ে থাকে। কিছু কিছু ট্রেনের রুট পরিবর্তন করিয়ে দেওয়া হয়। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের প্রায় ৮৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। এই লাইনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতি করা হবে।

SEALDAH

শিয়ালদহের ডিআরএম দীপক নিগম এই প্রসঙ্গে জানিয়েছেন প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে এই প্ল্যাটফর্মগুলোতে। তাই বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে ট্রেনের যাতায়াতের ক্ষেত্রে এখন কদিন সময় বেশি লাগবে। ট্রেনগুলো কিছুটা লেট করে চলবে।

এছাড়া পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী জুলাই মাস থেকে শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলাচল করবে। এখনও পর্যন্ত বেশিরভাগ ট্রেন ৯ কামরার ছিল। শিয়ালদহের মেন এবং বনগাঁ শাখার ট্রেনগুলো ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে যাতায়াত করে। এই তিনদিন এই ট্রেনগুলো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। শিয়ালদহ শাখার ২১ টি প্লাটফর্মের মধ্যে আপাতত পাঁচটিতে রক্ষণাবেক্ষণ চলবে।

SEALDAH

বর্তমানে শিয়ালদহ থেকে আপ এবং ডাউন মিলিয়ে রোজ ৮৯৪ টি ট্রেন চলাচল করে। শুক্র থেকে রবিবার পর্যন্ত ৮০৬ টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এই লোকাল ট্রেনগুলো যাতায়াত করবে।

আরও পড়ুন : সেভ রাখুন রেলের এই হেল্পলাইন নম্বর, ২ মিনিটেই হবে যেকোনও সমস্যার সমাধান

Train

আরও পড়ুন : চলন্ত ট্রেনে কীভাবে নিজের সিট বদলাবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

এ কদিন অবশ্য কোনও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে না। শিয়ালদহ-অজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস ওই তিন দিন শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে।