দার্জিলিঙ যাওয়ার সেরা সময় কোনটা? কখন গেলে সেরা ভিউ পাবেন?

Published on:

Which One Is The Best Season To Visit Darjeeling

গরমকাল মানেই দার্জিলিং, গ্যাংটকে পর্যটকদের ভিড় উপচে পড়ে। আবার শীতকালেও অনেকে বেড়াতে আসেন এখানে। কারও কারও আবার বর্ষাকালের দার্জিলিং খুবই প্রিয়। তবে দার্জিলিং যাওয়ার সেরা সময় আসলে কোনটা? কোন মরসুমে দার্জিলিংয়ের কী কী বিশেষত্ব থাকে? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

গ্রীষ্মকাল

গরমের সময়টাতে অনেকেই দার্জিলিঙে আসেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় থাকে। এপ্রিল মাসে দার্জিলিঙে বসন্ত থাকে। গরমে অনেক সময় বৃষ্টি হয় এখানে। গরমের সময় দার্জিলিংয়ের আবহাওয়া খুবই মনোরম থাকে। ঠান্ডা খুব একটা থাকে না। কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ পাওয়া যায়। ম্যাগনেলিয়া, রডোডেনড্রন এবং অন্যান্য ফুলে ভরে যায় শৈল শহর।

DARJEELING

বর্ষাকাল

জুলাই মাস থেকে বর্ষা শুরু হয়ে যায় বাংলাতে। এই সময় পাহাড় ভ্রমণ বিপদজনক হতে পারে। কিন্তু দার্জিলিংয়ের রূপ এই সময় আরও সুন্দর হয়ে ওঠে। কুয়াশায় ঢেকে থাকে পাহাড়। এই সময় পর্যটকদের ভিড় অনেক কম থাকে। অক্টোবর মাসে দার্জিলিংয়ের থেকে বর্ষা বিদায় নেয় এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে।

আরও পড়ুন : কাশ্মীর যাওয়ার আদর্শ সময় কোনটা? কখন গেলে বরফ পাবেন?

DARJEELING

আরও পড়ুন : দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু হল নতুন বাস পরিষেবা

শীতকাল

অক্টোবর মাস থেকেই দার্জিলিংয়ের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। ডিসেম্বর-জানুয়ারি মাসে তাপমাত্রা ২ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। রাতের দিকে তাপমাত্রা মাইনাসে পৌঁছে যায়। ঠান্ডার সময় কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভাবে দেখা যায়।