৩০০ টাকাতেই থাকা-খাওয়া, ঘোরা কমপ্লিট! দেখুন তারাপীঠ ভ্রমণের মাস্টার প্ল্যান

Published on:

Tarapith Tour At Only 300 Rupees Know Details

৫১ সতীপীঠ বা শক্তি পীঠের মধ্যে বীরভূমের তারাপীঠ মন্দিরের আলাদাই মর্যাদা রয়েছে। শুধু বাংলা নয়, বাংলার বাইরে থেকেও বহু ভক্তের সমাগম হয় এখানে। কৌশিকী অমাবস্যাতে তো কয়েক লক্ষ মানুষের ভিড় হয় এখানে। সেই তারাপীঠ নিয়েই আজকের এই প্রতিবেদন। তারাপীঠে যারা প্রথমবার যাচ্ছেন তারা কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কোথায় খাবেন? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

অনেকের ধারণা তারাপীঠে যেতে হলে নাকি কয়েক হাজার টাকা খরচ হয়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। মাত্র ২০০ থেকে ৩০০ টাকার মধ্যেই আপনি এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন। শুধু ঘোরা নয়, থাকা এবং খাওয়াও সম্পূর্ণ ফ্রিতে পাবেন। মায়ের দর্শনে গিয়ে কোথায় থাকবেন? কী খাবেন? কীভাবে সস্তায় তারাপীঠ ঘুরতে পারবেন জেনে নিন।

Tarapith

কীভাবে তারাপীঠে যাবেন?

তারাপীঠ মন্দির রয়েছে বীরভূমের রামপুরহাট শহরের কাছে। রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ যাওয়া যায়। আবার তারাপীঠ রোড রেল স্টেশনেও নামতে পারেন। হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনও জেলা থেকে যদি আসেন তাহলে এই দুই স্টেশনের যেকোনওটিতে পৌঁছতে হবে প্রথমে। আবার আপনি চাইলে বাসে করেও যেতে পারেন।

হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট কিংবা তারাপীঠ পর্যন্ত যেতে মাথাপিছু ৭০ থেকে ৮০ টাকা ভাড়া হয়। যাওয়া এবং আসার খরচ মিলিয়ে ১৪০ টাকা পড়বে। তবে মুর্শিদাবাদ, নদীয়া উভয় ২৪ পরগনা জেলা থেকে ট্রেনে গেলে ভাড়া কিছুটা কম পড়বে। আবার ধর্মতলা থেকে বাস ধরলে মাথাপিছু ১০০ থেকে ২০০ টাকা ভাড়া দিতে হবে। ট্রেনের বদলে বাসে গেলে ভাড়াও যেমন বেশি হবে তেমন সময়ও বেশি লাগবে। সব সময় বাস পাওয়াও যায় না।

Tarapith

রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত দূরত্ব হল ৮ কিলোমিটার। অটো, ট্রেকার কিংবা বিক্রম গাড়িতে যেতে পারেন। আবার রামপুরহাট স্টেশনে নেমে ৭ মিনিট পায়ে হাঁটলে রামপুরহাট বাসস্ট্যান্ড পাবেন। এখান থেকে বাস ধরে তারাপীঠ যেতে ভাড়া লাগে ১০ থেকে ১৫ টাকা।

কোথায় থাকবেন?

তারাপীঠে গেলে আপনি হোটেলে থাকতে পারেন। বেশ কিছু হোটেল পাবেন ৫০০ থেকে ৫০০০ টাকা বাজেটের মধ্যে। আবার বিনা পয়সাতেও থাকতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য খুব সামান্য কিছু টাকার প্রয়োজন পড়বে। তারাপীঠে আপনি ভারত সেবাশ্রম সংঘে থাকতে পারেন। ৫০ টাকা দিলেই সেখানে রাত্রি বাস করা যায়। এছাড়া রামপুরহাট-তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ পর্যটকদের থাকার ব্যবস্থা করেছে। সেখানে থাকতে গেলেও খরচ খুবই কম হয়।

আরও পড়ুন : আরও বাড়বে পর্যটকদের ভিড়! কালীঘাট মন্দির নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Tarapith

তারাপীঠে কী কী দেখবেন?

তারাপীঠ মন্দির শুধু নয়। এখানে আপনি আরও অনেক মন্দির দেখতে পারেন। বীরচন্দ্রপুরে রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এছাড়া নিতাই বাড়ি, বাঁকারায় মন্দির, জগন্নাথ মন্দির, গৌড়ীয় ইসকনের মন্দির, পঞ্চপাণ্ডব, মদনমোহন, শিব সহ বিভিন্ন মন্দির, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ দেখতে পাবেন। এখানে অতিথিশালা রয়েছে। খুবই কম খরচে এখানেও থাকতে পারেন।

আরও পড়ুন : কত কেজি সোনা রয়েছে কালীঘাট মন্দিরের চূড়ায়?

এছাড়া তারাপীঠের পাশেই রয়েছে একাধিক সুন্দর সুন্দর গ্রাম। তার মধ্যে অন্যতম হল আটলা। তারাপীঠ থেকে ৫ কিলোমিটারের মধ্যেই পড়বে এই গ্রামটি। অফ সিজনে গেলে তারাপীঠে বেশ সস্তায় হোটেল পাওয়া যায়। তবে শনি এবং রবিবার যদি যান তাহলে খরচটা একটু বেশি হয়।