জুনেই মিলবে বড় ছুটি! ছুটির তালিকা দেখে ঝটপট বানিয়ে ফেলুন বেড়ানোর প্ল্যান

Published on:

Bakra Eid Special 3 Days Weekend Holiday You May Make A Trip Soon

বিগত প্রায় দেড় মাস ধরে ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলেছে। ৪ ঠা জুন ভোটের গণনার মাধ্যমে শেষ হল এই ভোট যুদ্ধ। হাঁফ ছেড়ে বাঁচলেন সরকারি কর্মচারীরাও। ভোটের কারণে যারা গরমের ছুটিটা কাজে লাগাতে পারেননি, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাতে পারেননি তাদের জন্য কিন্তু সামনেই রয়েছে একটা বড় সুযোগ। লম্বা ছুটি পড়তে চলেছে জুন মাসে। কীভাবে বেড়ানোর পরিকল্পনা করবেন দেখে নিন।

এমনিতেই প্রচন্ড গরমের কারণে গত ২২ শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। ৯ ই জুন পর্যন্ত চলবে ছুটি। ১০ ই জুন থেকে আবার খুলে যাবে স্কুল এবং কলেজগুলো। তবে এর উপর আবার টানা ৩ দিনের জন্য ছুটি পাওয়া যাবে সরকারিভাবে। কোন কোন দিন ছুটি থাকবে দেখে নিন এক নজরে।

Bakra Eid

আগামী ১৭ই জুন বকরি ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব রয়েছে ওই দিনে। এই দিনটা পড়েছে সোমবার। তার আগে শনিবার এবং রবিবার এমনিতেই ছুটি আছে। কাজেই যদি শনি, রবি এবং সোমবার মিলিয়ে তিন দিনের জন্য কোথাও বেড়ানোর প্ল্যান করেন তাহলে করতেই পারেন।

আরও পড়ুন : সিকিম যাওয়ার আদর্শ সময় কোনটি? কী কী দেখবেন? কীভাবে যাবেন?

DARJEELING TREKKING

আরও পড়ুন : দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু হল নতুন বাস পরিষেবা

সামনের এই তিনটে ছুটির দিনে দার্জিলিং কিংবা দীঘা বা কাছে পিঠের কোনও ভ্রমণ স্থান থেকে ঘুরে আসতে পারেন সপরিবারে। স্কুল, কলেজ, অফিস সবই ছুটি থাকবে। তবে এই সময় কোনও পাহাড় কিংবা সমুদ্র সৈকতে ঘোরাই ঠিক হবে। অন্যান্য জায়গাতে গরম থাকলেও সমুদ্র এবং পাহাড়ের আবহাওয়া এখন খুবই মনোরম।