পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সোনা আছে? ভারতে সোনার পরিমাণ কত?

Published on:

Top 10 Countries Owned Most Gold In World

সম্প্রতি ইংল্যান্ড থেকে ১০০ টন সোনা ভারতে ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১৯৯১ সাল থেকে ভারতের এই সোনা ইংল্যান্ডে ছিল। এই মুহূর্তে ভারতের কাছে ৪০০ টন সোনা রয়েছে। আর ভারতীয় সোনা, যা বিদেশে রয়েছে সেই পরিমাণটা হল আরও ৪০০ টন। এ তো গেল ভারতের খবর। জানেন কি পৃথিবীতে সব থেকে বেশি সোনা কোন দেশের কাছে মজুদ রয়েছে?

সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বিশ্বের কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা মজুদ রয়েছে তার হিসেব-নিকেশ রয়েছে। এই রিপোর্ট অনুসারে আমেরিকার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ সোনা রয়েছে। পরিমাণটা প্রায় ৮১৩৩.৪৬ টন।

gold

আমেরিকার ঠিক পরে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। এই দেশের কাছে ৩৩৫২.৬৫ টন সোনা রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইটালি। ২৪৫১.৮৪ টন সোনা রয়েছে ইটালির কাছে। ফ্রান্স রয়েছে চতুর্থ স্থানে। ২৪৩৬.৮৮ টন সোনা রয়েছে এই দেশে। রাশিয়ার কাছে রয়েছে ২৩৩২.৭৪ টন সোনা। পঞ্চম স্থানে রয়েছে এই দেশ।

চীন রয়েছে ষষ্ঠ স্থানে। এই দেশের কাছে ২২৬২.৪৫ টন সোনা রয়েছে। সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এই দেশে ১০৪০ টন সোনা মজুদ আছে। অষ্টম স্থানে রয়েছে জাপান। জাপানের কাছে ৮৪৫.৯৭ টন সোনা আছে। ভারতের কাছে ৮২২.০৯ টন সোনা আছে। যার মধ্যে দেশে এখন রয়েছে ৪০০ টন। বাকিটা রয়েছে ইংল্যান্ডে।

আরও পড়ুন : কম খরচে সুইজারল্যান্ড ভ্রমণ! ভারতের এই গ্রামে একবার গেলে আর ফিরতে মন চাইবে না

gold

আরও পড়ুন : চীনা মিস্ত্রীরা ১২ বছর ধরে তৈরি করেছিলেন! ঘুরে আসুন পুরুলিয়ার এই রাজবাড়ি থেকে

আসলে প্রত্যেকটা দেশেই তাদের কাছে গচ্ছিত সোনার কিছুটা অংশ বিদেশে রাখে। দেশে অস্থিরতার পরিস্থিতি তৈরি হলে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইংল্যান্ডসহ বেশ কিছু দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে বিদেশি ব্যাঙ্কে রাশিয়ার জমা রাখা সম্পত্তি ক্লোজড করে দিয়েছে। ভারত তাই ভবিষ্যতের কথা ভেবে কিছুটা পরিমাণ সোনা ফিরিয়ে এনেছে দেশে। এই তালিকাতে দশম স্থানে রয়েছে নেদারল্যান্ড। এই দেশের কাছে ৬১২.৪৫ টন সোনা আছে।