কম সময়ের মধ্যে যদি দূরে কোথাও পৌঁছাতে হয় তাহলে বিমান যাত্রা হল সব থেকে সুবিধার। কয়েক ঘন্টার রাস্তা বিমানে পৌঁছে যাওয়া যায় মাত্র কয়েক মিনিটেই। তবে বিমানের টিকিটের ভাড়া কার্যত অনেক বেশি হয়। তাই সবার সেই সাধ্য থাকে না। তবে জানেন কি ছোট ছোট কিছু টিপস মেনে বিমানের টিকিট বুক করলে কিন্তু দাম অনেকটাই সস্তা পড়বে। কীভাবে? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
সপ্তাহের কোন দিনে বিমানের টিকিট কাটলে সস্তায় পাবেন?
ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষের দিকে কখনও বিমানের টিকিট কাটতে যাবেন না। কারণ এই সময়ে টিকিটের দাম বেশি থাকে। তাই সবথেকে ভালো হয় যদি সপ্তাহের মাঝে দিনগুলোতে বিমানের টিকিট কাটা হয়। ওই সময় দাম তুলনামূলকভাবে সস্তা থাকে।
দিনের কোন সময়ে বিমানের টিকিট কাটলে সস্তায় পাবেন?
যদি হাতে সময় থাকে তাহলে দিনের বেলাতে বিমানের টিকিট বুক করতে যাবেন না। দিনের বদলে রাতে টিকিট কাটার চেষ্টা করুন। বিশেষ করে রাত ১২ টার পর টিকিট বুক করলে সস্তায় পাবেন।
কীভাবে বিমানের টিকিট বুক করলে সস্তায় পাবেন?
- ঘুরতে যাওয়ার কিছুদিন আগে থেকে টিকিট বুক করে নেওয়া উচিত। কারণ যাওয়ার দিন যত এগিয়ে আসবে প্লেনের টিকিটের দাম তত বেশি হবে।
- টিকিট কাটার সময় যে যন্ত্র থেকে টিকিট কাটছেন তার ইনকগনিটো মোড চালু রাখুন। টিকিটের দাম এতে কমে যেতে পারে।
আরও পড়ুন : বাপ বাপ বলে কনফার্ম হবে সিট, টিকিট বুকিং করার সময় করুন এই একটি কাজ
আরও পড়ুন : পথের গোলমালে হয়রানির দিন শেষ! Google Map ছেড়ে আজই ব্যবহার করুন এই ম্যাপ
- অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় কখনও একটি ওয়েবসাইটের উপর ভরসা করবেন না। তিন-চারটি ওয়েবসাইট ঘেঁটে যেখানে দাম কম পড়বে সেখান থেকেই টিকিট কেটে নেবেন।