অজানা-অচেনা লোকেশনে পৌঁছানোর জন্য গুগল ম্যাপের সহায়তা আজ গোটা বিশ্ব নিচ্ছে। তবে গুগল ম্যাপ সব সময় সঠিকভাবে কাজ করে না। কিছুদিন আগেই খবরে এসেছিল গুগল ম্যাপে রাস্তা খুঁজতে গিয়ে একটি গাড়ি সওয়ারি সমেত পুকুরের জলে গিয়ে পড়ে! অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করতে গিয়ে হয়রানির মুখে পড়েছেন। গুগল ম্যাপের কি কোনও বিকল্প নেই? নিশ্চয়ই আছে। আজকের এই প্রতিবেদনে রইল এমনই ৫ টি নেভিগেশন ম্যাপের হদিস।
গুগল ম্যাপ ছাড়া আর কোন কোন নেভিগেশন ম্যাপ রয়েছে?
Waze
Waze কমিউনিটি ড্রিভেন নেভিগেশন ম্যাপ। এই ম্যাপ ট্রাফিক জ্যাম দেখলে নিজে থেকেই শর্ট রুট খুঁজে নিতে পারে। লাইভ ট্রাফিক ডেটা আপডেটের সিস্টেম রয়েছে এখানে। এছাড়া পুলিশ অ্যালার্ট এবং অন্যান্য সমস্যার অ্যালার্ট পাওয়া যায় এর থেকে।
Sygic
আপনি যদি থ্রিডি নেভিগেশনের খোঁজে থাকেন তাহলে ব্যবহার করতে পারেন এই ম্যাপ। কোনও রাস্তাতে দুর্ঘটনা ঘটেছে কিনা সেটাও বলে দিতে পারবে Sygic। সেই সঙ্গে রিয়েল টাইম লেন নেভিগেট করে শর্ট রুটের কথা জানিয়ে দেয়। এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবহার করা যাচ্ছে এই ম্যাপ। আবার ট্রাফিক জ্যাম কোথায় রয়েছে সেটাও জানিয়ে দেবে।
Mapples MapmyIndia
ভারতের নেভিগেশন ম্যাপগুলোর মধ্যে এটি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে এখন। এর মধ্যে গুগল ম্যাপের মত ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থা রয়েছে। রিয়েল টাইম ট্র্যাফিক আপডেটও দিয়ে থাকে। আবার রাস্তায় মাঝে কোথাও স্পিড ব্রেকার, গর্ত, জমা জল থাকলে সেটাও জানিয়ে দেয়। কোনও জনবহুল এলাকাতে সঠিক ঠিকানা খুঁজে দিতে সাহায্য করে এই ম্যাপ।
OsmAnd
অফলাইনে ব্যবহার করতে পারবেন এই ম্যাপ। এই ম্যাপের ইন্টারফেস কিছুটা জটিল তবে একবার ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে অসুবিধা হয় না আর। এই ম্যাপের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহজেই গন্তব্যে পৌঁছে দেয়। তবে ম্যাপের কিছু ফিচারের জন্য টাকা দিতে হয়।
আরও পড়ুন : টাইম ট্রাভেল কী বাস্তবে সম্ভব? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট
আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটেও AC-তে যাওয়া যায়, ৯৯% মানুষ জানেন না
HereWeGo
অনলাইনে এই ম্যাপটিও বেশ ভালো কাজ করে। একবার শুধু এটা ডাউনলোড করে নিতে হবে। গুগল ম্যাপের মত সব ফিচার রয়েছে এর মধ্যে। রিয়েল টাইম ট্র্যাফিক আপডেটও পাওয়া যাবে। তাহলে আর চিন্তা কিসের? গুগল ম্যাপ নিয়ে সমস্যায় ভুগলে এই ম্যাপগুলো একবার ব্যবহার করে দেখতে পারেন।