বাপ বাপ বলে কনফার্ম হবে সিট, টিকিট বুকিং করার সময় করুন এই একটি কাজ

Published on:

How To Book Confirm Train Ticket From Make My Trip By Using Seat Lock Feature

বর্তমানে ভারতীয় রেল ব্যবস্থাতে অনেক উন্নয়ন হচ্ছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। কিন্তু আজও টিকিট বুকিং করতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। অনেক সময় টিকিট বুক করলেও ওয়েটিং লিস্টে থাকতে হয়। কনফার্ম টিকিট পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তা থেকেই যায়। কিন্তু এবার আর কনফার্ম টিকিট পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। সিট যাতে কনফার্ম হয় তার জন্য নতুন ব্যবস্থা নিয়ে এল মেক মাই ট্রিপ

মেক মাই ট্রিপ হল একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন মারফত আপনি সহজেই টিকিট বুক করতে পারবেন। এবার টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটি নতুন ফিচার এনেছে এই অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট মারফত যদি টিকিট বুক করতে চান তাহলে সিট লক নামের একটি অপশন পাবেন। এই নতুন ফিচারই আপনাকে কনফার্ম সিট পেতে সাহায্য করবে।

Train

সিট লক ফিচার ব্যবহার করে টিকিট বুক করলে টিকিট মূল্যের ২৫ শতাংশ টাকা দিয়ে সিট বুক করে রাখতে হবে। এরপর যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে বাকি টাকাটা দিতে হবে। সম্পূর্ণ টিকিটের ভাড়া না দিয়ে মাত্র ২৫ শতাংশ ভাড়া দিয়ে এভাবেই কনফার্ম টিকিট পেয়ে যাবেন ট্রেনের। নতুন এই ব্যবস্থায় বেশ উপকৃত হবেন যাত্রীরা।

এছাড়াও মেক মাই ট্রিপের কানেক্টেড ট্রাভেল ফিচার ব্যবহার করে পছন্দমত দিনেই ট্রেনের টিকিট পেতে পারবেন। এতদিন ট্রেন টিকিট বুক করার সময় নির্দিষ্ট দিনে টিকিট পাওয়াটাও বেশ মুশকিল ছিল। একে তো কনফার্ম টিকিট পাওয়া যায় না, তার উপর আবার নির্দিষ্ট দিনেও টিকিট পাওয়া যায় না। কিন্তু এবার যাত্রীদের সেই সমস্যা দূর করবে মেক মাই ট্রিপ।

Train

আপনি যেদিন যাত্রা করতে চান সেদিন বাস এবং ট্রেন মিলিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন সেই সংক্রান্ত তথ্য আপনাকে জানিয়ে দেবে মেক মাই ট্রিপের কানেক্টেড ট্রাভেল ফিচার। যাত্রাপথে কতক্ষণ আপনাকে দাঁড়াতে হবে, কতক্ষণ সময় লাগবে সেই সব তথ্য আপনাকে জানিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনের এই কানেক্টেড ট্রাভেল ফিচার।

মেক মাই ট্রিপের সহ প্রতিষ্ঠাতা তথা গ্রুপ সিইও রাজেশ মাগোভানের কথায়, “ট্রেন যাত্রা উন্নত করতে এবং প্রতিটা ভ্রমণকে স্মরণীয় করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণের জন্য সঠিক ট্রেন বেছে নেওয়া থেকে শুরু করে টিকিক কেনা, সবকিছুই এর মধ্যে রয়েছে। আমরা প্রযুক্তির সাহায্যে যাত্রীকে আরও স্বাচ্ছন্দ্য, সুবিধা এবং আরামে রাখার চেষ্টা করেছি। ট্রেন যাত্রাকে সহজ, সুবিধাজনক এবং মজাদার করাই আমাদের লক্ষ্য”।

আরও পড়ুন : জেনারেল টিকিটে AC-তে চাপলে শাস্তি কী? জানলে আর এই ভুল করবেন না

Train

আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটেও AC-তে যাওয়া যায়, ৯৯% মানুষ জানেন না

এছাড়াও রুট এক্সটেনশন অ্যাসিস্ট্যান্টের যে ফিচারটি রয়েছে মেক মাই ট্রিপে তাতে যাত্রীরা তাদের পছন্দের ট্রেনের টিকিট না পেলে বিকল্প রুটের খোঁজ পেয়ে যাবেন। ধরা যাক কোনও ব্যক্তি A স্টেশন থেকে B স্টেশনে যেতে চাইছেন। কিন্তু তিনি কনফার্ম টিকিট পেলেন না। এবার যদি ওই ব্যক্তি একই ট্রেনে A স্টেশন থেকে C স্টেশনে যাওয়ার অপশন সিলেক্ট করেন তাহলে তিনি সেখানে নেমে B স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আলাদা করে তাকে কোনও রুট ম্যাপ বা ট্রেনের কম্বিনেশন খোঁজ করতে হবে না। মেক মাই ট্রিপের রুট এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট তাকে পরামর্শ দিয়ে সহায়তা করবে।