যাত্রীদের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হয় আইআরসিটিসি। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি প্রেস ক্লাবের একটি সাংবাদিক বৈঠকে আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা একটি বিশেষ ধরনের প্যাকেজ ট্যুরের উদ্যোগের কথা ঘোষণা করেছেন। এই ট্যুর প্যাকেজে ঘোরাঘুরির পাশাপাশি থাকা ও খাওয়ারও ভালো বন্দোবস্ত পাবেন।
যদি কম খরচে বৈষ্ণোদেবী, হরিদ্বার, হৃষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যায় ঘুরতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। উত্তরবঙ্গের পর্যটকদের জন্য আইআরসিটিসির তরফ থেকে এই বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী ২৪ শে জুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন ছাড়বে। এই ট্যুরের মাধ্যমে অযোধ্যার রামলালার দর্শনের পাশাপাশি একাধিক তীর্থ ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাবেন।
এই ট্যুর প্যাকেজে তিন বেলার খাওয়া-দাওয়া এবং হোটেলে রাত্রি বাসসহ সমস্ত সুবিধা দেওয়া হবে। তীর্থ যাত্রীদের নিরামিষ খাবারই দেওয়া হবে। এছাড়া ট্রেনে প্যারা মেডিকেল স্টাফরা থাকবেন যাতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। আগামী ২৪ শে জুন সকাল ১০ টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এই ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন।
কতদিনের জন্য এই ট্যুর?
৮ রাত এবং ৯ দিনের জন্য পরিকল্পনা করা হয়েছে এই ট্যুর প্যাকেজ। এরপর ২ রা জুলাই সন্ধ্যা ৬.০০ টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর এবং পাটনা থেকেও ওঠা যাবে ট্রেনে।
আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটেও AC-তে যাওয়া যায়, ৯৯% মানুষ জানেন না
আরও পড়ুন : জেনারেল টিকিটে AC-তে চাপলে শাস্তি কী? জানলে আর এই ভুল করবেন না
কত টাকা লাগবে?
এই ট্যুর প্যাকেজে এসি এবং নন এসিতে যাওয়ার সুবিধা পাবেন যাত্রীরা। যদি নন এসিতে যাতায়াত করেন তাহলে মাথাপিছু খরচ পড়বে ১৭,৯০০ টাকা। যদি এসি থ্রি টায়ার বুক করেন তাহলে মাথাপিছু ২৯ হাজার ৫০০ টাকা খরচ হবে।