বিদেশের ভ্রমণ করতে গেলে সবার আগে প্রয়োজন যে নথি সেটা হল পাসপোর্ট। দেশে হোক বা বিদেশে, এই পাসপোর্ট আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসেবেও কাজ করবে। তবে জানেন কি পাসপোর্টের একটা ভুল আপনাকে কার্যত জেলেও পাঠাতে পারে? পাসপোর্ট তৈরি করার আগে জেনে নিন আপনিও ঠিক এরকমই ভুল করছেন না তো?
পাসপোর্টের জন্য আবেদন করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। অনলাইন কিংবা অফলাইন এই দুই উপায়েই আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় নিজের সম্পর্কে সব তথ্য সঠিক দিতে হবে। যদি ফর্ম পূরণের সময় কোথাও কোনও ভুল থেকে যায় তাহলেই মুশকিল হবে। এরকমই একটি ভুল পাসপোর্টের আবেদন করার সময় কিছু মানুষ করে ফেলেন। যে কারণে তাদের পরে সমস্যায় পড়তে হয়।
পাসপোর্টের আবেদন করার সময় কোন ভুল করবেন না?
পাসপোর্টের আবেদনপত্রে আপনার সম্পর্কে নানা তথ্য জানতে চাওয়া হয়। একটি জায়গাতে জানতে চাওয়া হয় আপনি বিবাহিত কিনা। এখানে অনেকেই বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ে না হওয়ার অপশন সিলেক্ট করেন। ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে যদি ভুল তথ্য দেন পাসপোর্টে তাহলে কিন্তু সেটা আইনত অপরাধ।
মূলত পাসপোর্ট তৈরি করার সময় ফরম পূরণ করতে গিয়ে খুব সাবধান হতে হয়। নিজের সম্পর্কে সব তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হয়। ভুল তথ্য দেওয়া যাবে না একেবারেই। আবেদনের পর পুলিশ ভেরিফিকেশন হবে। সব ঠিক থাকলে তবেই পাসপোর্ট হাতে পাবেন।
আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় বিদেশ ভ্রমণ! মনের মত করে ঘুরে আসুন এই দেশ
পাসপোর্ট বানানোর সময় ভুল তথ্য দিলে কী শাস্তি হবে?
পাসপোর্ট বানাতে গিয়ে যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু বেশ কঠিন শাস্তি পেতে হবে। এক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আবেদনের সময় ভুল তথ্য দিলে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হয়। সে ক্ষেত্রে ওই ব্যক্তির ২ বছর পর্যন্ত জেল হয়।