আচমকাই বাতিল হল একাধিক লোকাল ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে দেখুন তালিকা

Published on:

Several Train Will Be Cancelled In 2nd June In Hawrah Bardhaman Cord Line

১লা জুন শেষ দফার লোকসভা নির্বাচন। প্রায় দেড় মাস ব্যাপী যে ভোট যুদ্ধ চলছিল তার অবসান হবে। তবে এর ঠিক পরের দিনেই কঠিন এক সমস্যার মুখে পড়তে চলেছেন লোকাল ট্রেনের যাত্রীরা। ২ রা জুন অর্থাৎ রবিবার হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নতুন প্ল্যাটফর্ম তৈরির কারণে এই সিদ্ধান্ত হয়েছে। কোন রুটের কোন কোন ট্রেন বাতিল হল? জেনে নিন।

জৌগ্রাম রেলস্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ হবে। এই কারণেই মূলত রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে ওই রুটে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ৯ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। যারা এই লাইনে রবিবার যাতায়াতের কথা ভাবছিলেন বাড়ি থেকে বেরোনোর আগে তারা অবশ্যই দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা।

Train

রবিবার ছুটির দিন হলেও হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সাধারণ মানুষের ভিড় লেগে থাকে। সেই জায়গায় এই দিন ১৮ টি ট্রেন বাতিল থাকার কারণে চিন্তায় ভাঁজ পড়েছে যাত্রীদের কপালে। অন্যদিকে এই ট্রেন বাতিলের ফলে অন্যান্য ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় ভালোই থাকবে বলে মনে করা হচ্ছে।

কোন কোন ট্রেন বাতিল থাকব?

রবিবার হাওড়া এবং বর্ধমান কর্ড লাইনের আপ এবং ডাউনে মোট ১৮ টি ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি।

আরও পড়ুন : জেনারেল টিকিটে AC-তে চাপলে শাস্তি কী? জানলে আর এই ভুল করবেন না

Train

আরও পড়ুন : কেমন হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কামরা? ঘুরে দেখুন ট্রেনের অন্দরমহল

অন্যদিকে রবিবার বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলিও বাতিল থাকবে রবিবারের জন্য। তবে এরপর এই লাইনে জৌগ্রাম প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে বলেই মনে করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।