বর্ষায় বেড়াতে গেলে কোন কোন জিনিস সঙ্গে রাখতেই হবে? না জানলে বিপদে পড়বেন

Published on:

Things You Should Keep With You While Travelling During Monsoon

জুন মাসের শুরুতেই কার্যত বর্ষা ঢুকে পড়ে ভারতের বিভিন্ন এলাকাতে। এই বছর মে মাসের শেষের দিকেই আবার প্রাক বর্ষার মরসুম শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। অনেক ভ্রমণপ্রেমীর কাছে বর্ষার এই সময়টা বেড়ানোর জন্য খুবই পছন্দের সময়। মেঘলা আকাশ, ঘন সবুজ বন, বর্ষার জলে ফুলেফেঁপে ওঠা নদী কিংবা ঝর্ণা যেন প্রকৃতিকে আলাদা রূপ দেয়। তবে বর্ষার মরসুমে বেড়ানোর প্ল্যানিং থাকলে অবশ্যই কিছু জিনিস সঙ্গে রাখতেই হবে। সেগুলো কী কী? জেনে নিন।

ওয়াটার প্রুফ ব্যাগ

বর্ষায় ঘোরাঘুরির জন্য সবার আগে ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে ফেলুন। ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক বৃষ্টির হাত থেকে আপনার জরুরি জিনিসপত্র বাঁচাতে পারবে। তাই বর্ষার সময় বাইরে বেরোলে সবসময় ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন।

Monsoon Footwear

জুতো

বর্ষার সময় রাস্তাঘাট অনেক সময় পিছল হয়ে থাকে। বিশেষ করে পাহাড়ি এলাকাতে এই সমস্যাটা বেশি হয়। তাই বেড়ানোর জন্য জুতোটা অবশ্যই দেখে শুনে কিনতে হবে। বর্ষার জন্য স্পেশাল হাইকিং জুতো ব্যবহার করতে পারেন। স্নিকার পরতে পারেন। রাবার বা সিলিকনের কভার স্নিকার জুতোকে জল থেকে বাঁচাবে। এই সময় পাহাড়ি এলাকাতে জোঁকের উপদ্রব বেশি হয়। ভালো জুতো পরলে সেই সমস্যার হাত থেকে বাঁচবেন। চামড়ার জুতোর বদলে ফ্যাশনেবল বর্ষার জুতো ব্যবহার করতে পারেন।

পোশাক

বর্ষাকালে সব সময় দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক পরা উচিত। রেয়ন কিংবা পলিয়েস্টার কাপড়ের প্যান্ট বা টি-শার্ট কিনতে পারেন। এই সময় সুতির কাপড়ের বদলে এই ধরনের পোশাক ব্যবহার করুন। অতিরিক্ত জামা কাপড় সঙ্গে রাখতেও ভুলবেন না।

GADGET COVER

গ্যাজেট কভার

ফোন, ঘড়ি, চার্জার ইত্যাদি সঙ্গে থাকলে আরও বেশি সতর্ক হতে হবে। এগুলোকে ব্যাক পাকের মধ্যে রাখলেও অনেক সময় জল ঢুকে ক্ষতি হতে পারে। তাই এইসব ইলেকট্রনিক্সের জিনিস এবং কাগজপত্র প্লাস্টিক কভারের মধ্যে ভরে রাখুন। এখন স্মার্টফোনের জন্য বিশেষ প্লাস্টিক কভার পাওয়া যায় যেগুলোর মধ্যে ফোন ঢুকিয়ে আরামসে ব্যবহার করতে পারবেন।

ছাতা এবং রেইনকোট

বেড়াতে গেলে অবশ্যই সঙ্গে ছাতা এবং রেইন কোট রাখতে হবে। কারণ বেড়ানোর সময় হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে বাঁচতে পারবেন ভেজার হাত থেকে। যদি ঠান্ডা জায়গাতে যান তাহলে সঙ্গে রাখুন উইন্ড চিটার।

TORCH

আরও পড়ুন : প্ল্যাটফর্ম‌ টিকিট কেটে কতক্ষণ স্টেশন চত্বরে থাকা যায়? ৯০% মানুষ জানেন না

টর্চ

বর্ষার সময় হঠাৎ হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। যদি কারেন্ট চলে যায় তখন টর্চ কাজে আসবে। তাই পাহাড়ে-জঙ্গলে বা পাহাড়ি জায়গাতে সবসময় সঙ্গে একটা টর্চ রাখুন।

আরও পড়ুন : পাহাড়ে ট্রেকিং-এ গেলে সঙ্গে রাখুন এই কয়েকটি জিনিস, নাহলে চরম বিপদে পড়বেন

সঙ্গে রাখতে হবে আরও বেশ কিছু জিনিস

বর্ষার সময় পোকামাকড়ের উপদ্রব বাড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য সঙ্গে ওষুধ রাখতে হবে। কাটা-ছেঁড়া, পুড়ে যাওয়ার ওষুধ রাখতে হবে। সেই সঙ্গে মশা নিরোধক রাসায়নিক সঙ্গে রাখতে পারেন। জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, মাথা যন্ত্রণা, বমির ওষুধ রাখতে হবে।