বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সমীক্ষার রিপোর্ট দাবি করে ভারত অর্থনীতিতে দ্রুত গতিতে এগোচ্ছে। খুব শীঘ্রই নাকি সমগ্র বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। ভারতের অর্থনীতি তো এভাবে এগোচ্ছে। ভারতের রাজ্যগুলোর খবর কী? বর্তমানে ভারতের সবথেকে ধনী রাজ্য কোনটি জানেন? কোন রাজ্য সবথেকে গরিব? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
যেকোনও রাষ্ট্র হোক বা রাজ্য, ধনী নাকি গরিব তা নির্ভর করবে আসলে সেই দেশের বা রাজ্যের জিডিপি, অর্থনৈতিক বৃদ্ধির উপর নির্ভর করে। বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা ২৮ টি। এই ২৮ টি রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়নই কার্যত ভারতের অর্থনৈতিক অবস্থাকে ইঙ্গিত করে। কোনও রাজ্যে কৃষি ও শিল্প ব্যবস্থা, সেখানকার বাসিন্দাদের মাথাপিছু উপার্জন, আয়ের সুযোগ ইত্যাদির উপর নির্ভর করে অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করা হয়।
বর্তমানে জিডিপি এবং অর্থনৈতিক বৃদ্ধির উপর নির্ভর করে ভারতের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যটির সম্পত্তির মূল্য গোটা দেশের মধ্যে সেরা। এখানে প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি রয়েছে। গোটা ভারতের মধ্যে মহারাষ্ট্র বর্তমানে সবথেকে ধনী রাজ্য। আর মহারাষ্ট্রের এত নাম ডাক আদতে মুম্বাই শহরের জন্য।
দিল্লি ভারতের রাজধানী হলেও, মুম্বাই হল ভারতের অর্থনৈতিক রাজধানী। ভারতে সর্বাধিক শহুরে জনবহুল রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। যেখানে ৪৫ শতাংশ মানুষ বসবাস করেন। এখানে নানা ফিল্ম তারকাদের পাশাপাশি দেশের অধিকাংশ ধন সম্পদশালী, ব্যবসায়ী মানুষদের বাস।
এই তালিকাতে মুম্বাইয়ের ঠিক পরেই রয়েছে তামিলনাড়ুর স্থান। যেখানে ২৬৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট। ২৫৯.২৫ বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি রয়েছে এই রাজ্যে।২৪৭.৩৮ বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি রয়েছে কর্ণাটক রাজ্যে। চতুর্থ স্থানে রয়েছে এই রাজ্যটি। ২৩৪.৯৬ বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উত্তর প্রদেশ।
আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার
আরও পড়ুন : সমুদ্রে ভ্রমণ সঙ্গে রোম দর্শন! মুকেশ আম্বানির ছেলের বিয়ের আয়োজন দেখলে ঘুরে যাবে মাথা
এই তালিকাতে একেবারেই পেছনের দিকের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। ২১ নম্বর স্থানে রয়েছে আমাদের বাংলা। পশ্চিমবঙ্গেরও পেছনে রয়েছে ছত্রিশগড়, নাগাল্যান্ড, জম্মু-কাশ্মীর। ভারতের সবথেকে গরীব রাজ্যটির নাম হল বিহার। ভারতের দারিদ্র দূরীকরণে সবথেকে পিছিয়ে পড়েছে এই রাজ্য।