জেনারেল টিকিটে AC-তে চাপলে শাস্তি কী? জানলে আর এই ভুল করবেন না

Published on:

What If Passenger Travel In AC Coach With General Compartment Ticket

রোজের যাতায়াত হোক কিংবা দূরপাল্লার ভ্রমণ, ভারতীয় রেল বরাবরই সাধারণ মানুষের কাছে যাতায়াতের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে রেলে যাতায়াতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয় যাত্রীদের। বর্তমানে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। ট্রেনের আলাদা আলাদা কম্পার্টমেন্টের জন্য টিকিটের ভাড়া আলাদা। যদি কেউ জেনারেল কামরার টিকিট কেটে এসি কামরাতে চড়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে জানেন?

জেনারেল কামরা হোক, স্লিপার ক্লাস কিংবা এসি, প্রত্যেকটা কম্পার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা থাকে। রেলে চড়তে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক। যারা সেই নিয়ম অমান্য করেন তাদের থেকে জরিমানা নেওয়া হয়। বর্তমানে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কড়াকড়ি এনেছে রেল কর্তৃপক্ষ। প্রত্যেকদিন এরকম কয়েক হাজার যাত্রী ধরা পড়েন। আর ধরা পড়লে জরিমানা বাবদ টিকিটের অংকের কয়েকগুণ বেশি ঢাকা দিতে হবে।

Indian Railways

অনেকে আবার ভুলবশত কিংবা ইচ্ছে করে জেনারেল কামরার টিকিট কেটে এসি কম্পার্টমেন্টে উঠে পড়েন। বিনা টিকিটে বা রিজার্ভেশন ছাড়া যদি এসি কম্পার্টমেন্টে উঠে পড়েন তাহলে কিন্তু বেজায় মুশকিলে পড়তে হবে। এক্ষেত্রে রেলের আইনের ১৯৮৯ অনুসারে শাস্তি দেওয়া হয়। রেলওয়ে আইন ১৩৮ বি অনুসারে সেই ব্যক্তিকে টিকিটের দাম এবং জরিমানা দুটোই দিতে হয়।

রেলের নিয়ম অনুসারে বিনা টিকিটে যাত্রা করা দণ্ডনীয় অপরাধ। আবার যে শ্রেণীর টিকিট কেটেছেন তার থেকে উচ্চ শ্রেণীর কামরাতে ভ্রমণ করাও সমান অপরাধ। ধরা পড়লে ওই ব্যক্তিকে উচ্চ শ্রেণীর টিকিটেরই দাম দিতে হবে। অর্থাৎ জেনারেল কামরার টিকিট কেটে এসি কামরাতে সফর করতে গিয়ে ধরা পড়লে এসি ক্লাসের টিকিটের দাম দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে জরিমানাও।

Indian Railways

যদি দেখা যায় ওই ব্যক্তি টিকিটের দাম এবং জরিমানা দিতে রাজি হচ্ছেন না তাহলে কিন্তু রেলের আইন অনুসারে ওই ব্যক্তিকে ট্রেন থেকেই নামিয়ে দেওয়া হবে। এছাড়া আরও কঠিন সাজার বন্দোবস্ত রয়েছে। আইন অমান্যকারী ওই ব্যক্তিকে ১০ দিন থেকে ১ মাস পর্যন্ত জেলেও যেতে হতে পারে।

আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যেটায় লাগেনা কোনও টিকিট, ৭৫ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করছেন যাত্রীরা

Indian Railways

আরও পড়ুন : হাওড়া, শিয়ালদার রেলযাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে এই বিশেষ ব্যবস্থা

তবে এই নিয়মের কিন্তু ব্যতিক্রম রয়েছে শিশু এবং মহিলাদের ক্ষেত্রে। যদি কোনও মহিলা বা শিশু বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন কিংবা নিজের কাছে থাকা টিকিটের তুলনায় উচ্চ শ্রেণীর কামরাতে উঠে বসেন সেক্ষেত্রে ওই মহিলাকে বা শিশুটিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে না। বরং তিনি যে স্টেশন থেকে উঠেছিলেন তাকে সেই স্টেশনেই নামিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে।