আগামী ১লা জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের অন্তিম পর্বের ভোট রয়েছে। এই দিনের ভোটগ্রহণ সম্পন্ন হলেই দীর্ঘ প্রায় দেড় মাস ব্যাপী ভোট যুদ্ধের অবসান হবে। আগামী ১ লা জুন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বেশ কিছু লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসাত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে ভোটের কারণে যাত্রীদের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে আগামী ১লা জুন এবং ২ রা জুন কিছু স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে পূর্ব রেল। এই দুইদিন ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণের দিকে কিছু স্পেশাল EMU ট্রেন চালানো হবে। ভোটার এবং ভোট কর্মীদের সুবিধার্থে রইল নতুন এই ট্রেনগুলোর টাইমটেবিল।
নামখানা : শিয়ালদহ স্পেশাল EMU ট্রেন নামখানা থেকে আগামী ১ লা জুন রাত ১১.৪৫ মিনিটে ছাড়বে। আবার নামখানা থেকে এই ট্রেন ২ রা জুন রাত ২.২০ মিনিটে শিয়ালদহে এসে পৌঁছাবে।
আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যেটায় লাগেনা কোনও টিকিট, ৭৫ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করছেন যাত্রীরা
ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ট্রেন আগামী ২ রা জুন রাত ১.০০ টার সময় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২.২৭ মিনিটে শিয়ালদহে এসে পৌঁছাবে।
আরও পড়ুন : হাওড়া, শিয়ালদার রেলযাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে এই বিশেষ ব্যবস্থা
ক্যানিং : শিয়ালদহ স্পেশাল ট্রেনটি আগামী ২রা জুন রাত ১.০০ টার সময় ক্যানিং থেকে ছাড়বে। এই ট্রেন শিয়ালদাতে পৌঁছাবে রাত ২.০৫ মিনিটে। স্পেশাল ট্রেনগুলো প্রত্যেকটি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেই থামবে।