ঘূর্ণিঝড়ের তাণ্ডব! ১১৭ টি ট্রেন বাতিল হল শিয়ালদহ ডিভিশনে, দেখুন তালিকা

Published on:

117 Trains Cancelled In Sealdah Division For Cyclone Remal

অবশেষে রবিবার মধ্যরাতে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাবে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রাতভর ঝড়-বৃষ্টি চলছে। দুর্যোগের কারণে শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার সকালে শিয়ালদা ডিভিশনের ১১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই ট্রেনগুলো বাতিল থাকবে। তারপরেও পরিস্থিতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না।

শিয়ালদহ দক্ষিণ শাখার রেল ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে রেমালের প্রভাবে। ঝড়ের কারণে অসংখ্য গাছ ভেঙেছে। জায়গায় জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ শিয়ালদহ শাখায় কতগুলো ট্রেন চলবে সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে। হয়তো বা বাতিলের ট্রেনের সংখ্যাটা আরও বাড়তে পারে। এক নজরে দেখে নিন কোন ১১৭ টি ট্রেন আজ সকাল ৮ টা পর্যন্ত বাতিল করা হয়েছে।

Table of Contents

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34727, আপ 34723, আপ 34721, আপ 34715, আপ 34719, আপ 34725, আপ 34733, আপ 34711, আপ 34729, আপ 34713, আপ 34717, ডাউন 34712, ডাউন 34714, ডাউন 34718, ডাউন 34720, ডাউন 34716,

শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34821, আপ 34827, আপ 34825, আপ 34811, আপ 34829, আপ 34831, আপ 34823, আপ 34813, আপ 34819, আপ 34817, আপ 34815, ডাউন 34814, ডাউন 34820, ডাউন 34818, ডাউন 34822, ডাউন 34824, ডাউন 34816, ডাউন 34812,

শিয়ালদা-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34519, আপ 34513, আপ 34523, আপ 34517, আপ 34525, আপ 34511, আপ 34515, আপ 34501, আপ 34521, ডাউন 34514, ডাউন 34516, ডাউন 34512,

শিয়ালদা-সোনারপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34413, আপ 34411, ডাউন 34412

শিয়ালদা-বজবজ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34117, আপ 34119, আপ 34115, আপ 34113, আপ 34111, আপ 34121, ডাউন 34118, ডাউন 34120, ডাউন 34116, ডাউন 34122

শিয়ালদা-বারুইপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

আপ 34617, আপ 34619, আপ 34615, ডাউন 34618, ডাউন 34614, ডাউন 34620, ডাউন 34616

শিয়ালদা-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 33513, আপ 33515, আপ 33511, আপ 33512, ডাউন 33520, ডাউন 33514, ডাউন 33516, ডাউন 33518

বারাসাত-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 33313, আপ 33315, আপ 33311, ডাউন 33312, ডাউন 33314,

লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34913, আপ 34915, আপ 34935, আপ 34981, আপ 34919, আপ 34917, ডাউন 34916, ডাউন 34914, ডাউন 34920, ডাউন 34918,

সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34891, আপ 34881, ডাউন 34882, ডাউন 34892,

নামখানা-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34791,

সোনারপুর-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে আজ?

আপ 34353, ডাউন 34352, ডাউন 34354, ডাউন 34356, ডাউন 34360,

শিয়ালদা-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হল?

আপ 31413, ডাউন 31422,

শিয়ালদা-গোবরডাঙা শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

ডাউন 33686,

হাসনাবাদ-বিবাদী বাগ শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

ডাউন 30322,

নৈহাটি-বজবজ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হল?

আপ 31051, ডাউন 34052,

দমদম-ব্যারাকপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হল?

আপ 33231, ডাউন 33232,

সোনারপুর-চম্পাহাটি শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

ডাউন 34392,

মাঝেরহাট-চম্পাহাটি শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 30511,

হাসনাবাদ-দমদম শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

ডাউন 33282,

মাঝেরহাট-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হল?

আপ 30361, ডাউন 30324,

আরও পড়ুন : বদলে গেল টিকিট কাটার নিয়ম! মেট্রো যাত্রীদের জন্য চালু হল টিকিট কাটার বিশেষ ব্যবস্থা

বিবাদী বাগ-কৃষ্ণনগর শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 30145,

নামখানা-কাকদ্বীপ শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 34937,

আরও পড়ুন : বিনা টিকিটের যাত্রীদের ফাইন কেটে রেলের কত টাকা আসে, শুনলে চমকে যাবেন

কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 34981,

লক্ষ্মীকান্তপুর-বারুইপুর শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 34331, ডাউন 34332,

আরও পড়ুন : এবার গভীর রাতেও মিলবে মেট্রো! বাড়লো ট্রেনের সময়সীমা, দেখুন মেট্রোর নতুন টাইম টেবিল

দমদম-গোবরডাঙা শাখায় কোন ট্রেন বাতিল করা হল?

আপ 33271,