যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে বাংলাদেশের মংলাতে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপরেও পড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা। ব্যাহত হবে ট্রেন চলাচল। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখুন সেই তালিকা।
ঘন্টায় ১১০ থেকে ১২০ সর্বোচ্চ, ১৩৫ কিলোমিটার বেগে বয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাবে শিয়ালদহ বিভাগের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসাত হাসনাবাদ বিভাগের ট্রেনগুলো রবিবার রাত ১১ টা থেকে শুরু করে সোমবার সকাল ৬ টা পর্যন্ত বাতিল থাকবে।
বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকাতে রয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিলের তালিকায় থাকবে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল।
আরও পড়ুন : এবার গভীর রাতেও মিলবে মেট্রো! বাড়লো ট্রেনের সময়সীমা, দেখুন মেট্রোর নতুন টাইম টেবিল
উল্লেখ্য, গত শনিবার থেকেই হাওড়া বিভাগের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার হাওড়া-ব্যান্ডেল লোকাল ও ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল ছিল। রবিবারও হাওড়া লাইনের একাধিক ট্রেন বাতিল ছিল। হাওড়া-সিঙ্গুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে।