বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার

Published on:

These 4 Countries Offering Money To Their Citizens

বর্তমানে মনের মত একটা বাড়ি তৈরি করতে কিংবা গাড়ি কিনতে কোনও কোনও মানুষের সারা জীবন লেগে যায়। সেই জায়গাতে বিশ্বে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে যে দেশগুলোতে নাগরিকেরা প্রায় বিনা পয়সাতে, কম পরিশ্রমে বাড়ি-গাড়ি পাচ্ছেন। এই দেশগুলোতে নাগরিকত্ব গ্রহণ করলেই সরকারের থেকে বাড়ি, গাড়ি ও টাকা দেওয়া হয়। এক নজরে দেখুন সেই দেশের তালিকা।

আমেরিকার ভার্মন্ট : এটি হল আমেরিকার একটি পার্বত্য রাজ্য। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। এই রাজ্যে নাগরিক সংখ্যা মাত্র ছয় লক্ষ কুড়ি হাজার জন। এই রাজ্যে বাস করলে কিংবা এখানে থেকে কাজ করলে ৮ লক্ষ ২০ হাজার ৭২৫ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়।

Alaska

আলাস্কা : পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত আলাস্কাতে বসবাস করলেও সরকারের তরফ থেকে টাকা পাওয়া যায়। এখানকার জনসংখ্যা এখন অনেকটাই কম। সরকার প্রাকৃতিক সম্পদের খনি থেকে বাসিন্দাদের আয় প্রদান করে থাকে। কমপক্ষে এক বছর এখানে থাকলে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক বছর দেড় লক্ষ টাকা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে।

সুইজারল্যান্ডের আলবিনন : সুইজারল্যান্ডের আলবিনন নামের এই শহরে ৪৫ বছরের কম বয়সী ব্যক্তিদের সরকারের তরফ থেকে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়। শিশুদের দেওয়া হয় ৮ লক্ষ টাকা। কমপক্ষে ১০ বছর এখানে বসবাস করতে পারলে তবে এই টাকা মিলবে। এখন এই শহরে কেবল ২৪০ জন মানুষ বসবাস করেন।

আরও পড়ুন : সস্তায় বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ, দেখুন ১০ টি দুর্দান্ত ডেস্টিনেশন

PONGA

আরও পড়ুন : ভারতের সবথেকে সুখী রাজ্য কোনটি ও কেন? তালিকায় পশ্চিমবঙ্গের স্থান কত?

স্পেনের পোঙ্গা : এখানে থাকলে সরকারের তরফ থেকে ২ লক্ষ ৬৮ হাজার টাকা পাওয়া যায়। দর্শনীয় স্থান হিসেবে এই শহরটি খুবই বিখ্যাত। যদি কারও সন্তান থাকে তাহলে সেই ব্যক্তিকে আরও অনেক টাকা দেওয়া হয়। বর্তমানে এই দেশে ৮৫১ জন মানুষ বসবাস করেন।