২০২৪ সালের ভোট শুরু হওয়ার পর থেকেই কার্যত পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বাসের ঘাটতি দেখা দিতে শুরু করে। বেসরকারি বাস থেকে শুরু করে মিনিবাসগুলোর বেশিরভাগ বর্তমানে নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। আসলে ভোটের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক বাস। যে কারণে আগামী দিনেও রাস্তায় বাসের সংখ্যা কম থাকবে।
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে নির্বাচনের জন্য গত শনিবার কিছু বাস তুলে নেওয়া হয়েছিল। ১লা জুনেও শেষ দফার ভোট রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভোটের কারণে ২৭ এবং ২৮ তারিখ থেকে কলকাতা ও শহরতলীর মধ্যে যে সমস্ত বাস এবং মিনিবাস চলাচল করে সেগুলো ৯০ শতাংশ তুলে নেওয়া হয়েছে।
পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর, লালবাজার স্থানীয় থানা এবং মোটর ভেহিকেলস বিভাগের তরফ থেকে ভোটের জন্য বাস নেওয়া হচ্ছে। যে কারণে বিগত কয়েকদিন ধরে বাসের সংখ্যা এমনিতেই কম। এর ফলে যাত্রীদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। ৪ঠা জুন ভোট গণনা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আগামী ১লা জুন শেষ দফার ভোট রয়েছে। তবে ৪ ঠা জুন ভোটের গণনা রয়েছে। তাই বাস মালিক সংগঠনগুলো এটা নিশ্চিত করে বলতে পারছে না যে ভোট মিটলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। ভোট গণনার আগেও ভোট কর্মীদের পরিবহনের ব্যবস্থা করতে হবে। তাই নির্বাচন কমিশনের নির্দেশে সহযোগিতা করতে বাধ্য বাস মালিক সংগঠনগুলি।
আরও পড়ুন : বদলে গেল ব্রিটেনের গ্রাজুয়েট রুট ভিসার নিয়ম, এইভাবে উপকৃত হবেন ভারতীয় পড়ুয়ারা
আরও পড়ুন : জেনারেল টিকিটে AC-তে চাপলে শাস্তি কী? জানলে আর এই ভুল করবেন না
এমনিতেই গত ২৭ তারিখ থেকে ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতাসহ বেশ কিছু জেলাতে বাসের পরিষেবা ঠিকমত পাওয়া যাচ্ছিল না। তার উপর আবার ভোটের কারণে অধিকাংশ বেসরকারি বাস এখন তুলে নেওয়া হয়েছে। বাস এবং মিনিবাস এখন নির্বাচন পুলিশ ও নির্বাচন দপ্তরের দখলে থাকার কারণে আগামী কয়েকদিনেও রাস্তায় বাসের পরিষেবা কম থাকবে।