বর্ষা শুরু হয়ে গিয়েছে। অনেকে এই সময় বাড়িতে থাকতে চান না। বেরিয়ে পড়তে চান প্রকৃতির সান্নিধ্যে। বর্ষায় ঘোরাঘুরির জন্য বাংলাতে কিন্তু কিছু কম জায়গা নেই। পাহাড়, সমুদ্র থেকে জঙ্গল, যেখানেই যেতে চান না কেন, সব ধরনের টুরিস্ট স্পট আপনি পাবেন। আজকের এই প্রতিবেদনে রইল বর্ষায় ঘোরার জন্য বাংলার সেরা ১০ জায়গার তালিকা।
সুন্দরবন
যদি জঙ্গলে বর্ষা দেখতে চান, ইলিশ মাছ খেতে চান তাহলে এই সময় আপনাকে সুন্দরবন যেতেই হবে। বর্ষা এলে সুন্দরবন অপরূপ সাজে সেজে ওঠে। এই সময় আপনি গভীর বনে বা জঙ্গলে যেতে পারবেন না। তবে কাছাকাছির মধ্যে ঘুরতে পারবেন। মন ভরে ইলিশ মাছের বিভিন্ন পদ খেতে পারবেন।
মুর্শিদাবাদ
যদি ইতিহাসে অনুরক্ত হন তাহলে চলে যান নবাবের জেলা মুর্শিদাবাদে। হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, মতিঝিল, কাটরা মসজিদ, খোশবাগ ইত্যাদি আরও কত কি দেখতে পাবেন।
কালিম্পং
অনেক ছোট ছোট গ্রাম রয়েছে কালিম্পংয়ে। তার মধ্য থেকে যেতে পারেন টুটটেন্ডাতে। সকাল বিকেল ধোঁয়ার মত মেঘ ঘুরে বেড়ায় এখানে। জানলা খুললেই ঘরের মধ্যে ঢুকে পড়বে মেঘ।
ঝাড়গ্রাম
যদি খুব বেশি দূরে কোথাও যেতে না চান তাহলে ঘুরে আসতে পারেন ঝাড়গ্রাম থেকে। এখানে আপনি একই সঙ্গে জঙ্গল এবং পাহাড় দেখতে পাবেন। আর দেখবেন খোয়াব গাঁ, চিল্কিগড় রাজবাড়ি, বেলপাহাড়ি।
পুরুলিয়া
বর্ষাকালে পুরুলিয়াতে গেলে ঘন সবুজে ভরা গজাবুরু পাহাড় দেখতে পাবেন। পাখি পাহাড়, ময়ূর পাহাড়ে অনেক পাখি দেখতে পাবেন।
আলিপুরদুয়ার
জঙ্গল যদি আপনার পছন্দ হয় তাহলে চলে যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। গরুমারা, জলদাপাড়া, বক্সা জয়ন্তী, লাটাগুড়ির জঙ্গল থেকে ঘুরে আসতে পারবেন।
সিকিম
তুষারাবৃত শৈল শহর সিকিম যেতে ভুলবেন না। গ্যাংটক, নাথুলা ঘুরে নিতে পারবেন। বর্ষার মরসুমে পাহাড়ে ধ্বস নামে বলে অনেকেই আসতে চান না। কিন্তু সেই অসুবিধা না থাকলে নিরিবিলিতে সিকিম ঘুরে নিতে পারবেন।
আরও পড়ুন : ১০ হাজার টাকায় ঘোরা যায় ভারতের এই ১০ জায়গা! লিস্ট দেখে বানিয়ে নিন ট্যুর প্ল্যান
দার্জিলিং
ঘুরে আসতে পারেন পাহাড়ের রানী দার্জিলিং থেকেও। টাইগার হিল, বাতাসিয়া লুপ, বিভিন্ন মনাস্ট্রি দেখার পাশাপাশি বর্ষায় পাহাড়ের আসল রূপ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন : ভারতের সবথেকে ব্যয়বহুল ৫ হানিমুন ডেস্টিনেশন, যার বাজেট বিদেশকেও হার মানায়
শান্তিনিকেতন
ঘুরে আসতে পারেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকেও। এখানে সোনাঝুরির হাটে নানা জিনিসের মেলা বসে।