পৃথিবীর এই ৮ দেশে চলে না ট্রেন, নাম শুনলেই অবাক হবেন

Published on:

8 Countries With No Railway Networks

রেল পরিবহন ব্যবস্থা কার্যত কম সময়ের মধ্যে কম খরচে একসঙ্গে অনেক যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলোতে ট্রেন পরিবহন ব্যবস্থাও বেশ উন্নত। ভারতেও রেল পরিবহন ব্যবস্থার মান দিনে দিনে উন্নত হচ্ছে। তবে জানেন কি এই পৃথিবীতে এমন ৮টি দেশ রয়েছে যে দেশগুলোতে ট্রেন চলে না? এই তালিকায় কোন কোন দেশ রয়েছে? জেনে নিন।

ভুটান : ভারতের প্রতিবেশী ভুটান দেশের রেল ব্যবস্থা নেই। আসলে সমগ্র ভুটান দেশে একাধিক পাহাড় এবং উপত্যকা রয়েছে। সমতল বলতে গেলে প্রায় নেই। তাই সেখানে রেললাইন পাতা যায়নি।

Iceland

আইসল্যান্ড : আইসল্যান্ডেও ট্রেন পরিবহন ব্যবস্থা নেই। এই দেশেও একাধিক পাহাড় রয়েছে। এছাড়া এখানে প্রায় ভূমিকম্প হয়। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ট্রেন চলাচলের উপযুক্ত নয়।

ইয়েমেন : ইয়েমেন দেশেও ট্রেন পরিবহন ব্যবস্থা চালু করা যায়নি। এখানকার অর্থনীতির দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতাই এর পেছনে প্রধান কারণ। তাই ইয়েমেনের যাত্রীদের কাছে সড়কপথই হল ভরসা।

Cyprus

সাইপ্রাস : এই দেশটিতেও ট্রেন পরিবহন ব্যবস্থা চালু করা যায়নি। তবে সাইপ্রাসে যেহেতু সড়ক পরিবহন ব্যবস্থা খুবই উন্নত তাই যাত্রীদের তেমন অসুবিধা হয় না। এখানে অনেক রাস্তা রয়েছে। যদিও সাইপ্রাসে একসময় রেল পরিবহন ব্যবস্থা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পরে তা উঠে যায়।

মালদ্বীপ : মালদ্বীপেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। আসলে এখানকার দ্বীপগুলো এতই ছোট যে সড়ক পথেই ঘুরে ফেলা যায়। আলাদা করে রেললাইন পাতার দরকার পড়েনি।

Papua New Guinea

পাপুয়া নিউগিনি : প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত পাপুয়া নিউগিনিতেও রেল পরিবহন ব্যবস্থা নেই। এখানকার দ্বীপগুলিও বেশ ছোট। সেই সঙ্গে এখানে ঘন জঙ্গল রয়েছে। যার মধ্য দিয়ে রেল পাতার ব্যবস্থা নেই।

অ্যান্ডোরা : এটা হল পৃথিবীর অন্যতম ছোট একটি দেশ। এখানকার যাত্রীরা সড়ক পথেই যাতায়াত করেন। এখানে আলাদা করে রেল পাতার দরকার পড়েনি।

আরও পড়ুন : লাগবে না পাসপোর্ট, ভিসা! ভারতীয়দের ফ্রি এন্ট্রি দিচ্ছে এই দেশ

Monaco

আরও পড়ুন : পাহাড়ের গায়ে রামধনুর সাত রং! দেখলে জুড়িয়ে যাবে চোখ

মোনাকো : মোনাকো দেশটিও খুবই ছোট একটি দেশ। এখানেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। যাত্রীরা সড়ক পথে যাতায়াত করেন। এই দেশটির পর্যটন কেন্দ্র হিসেবে বেশ নাম ডাক রয়েছে। পর্যটকরাও এখানে সড়ক পথেই যাতায়াত করেন।