৩ গুণ সস্তা হবে টিকিট! ১লা জুলাই থেকে ভাড়া কমবে ৫৬৩ লোকাল ট্রেনের

Published on:

563 Local Trains Ticket Fare Will Be Reduced From 1st July 2024

রেল যাত্রীদের জন্য এল এক বড় সুখবর। বিশেষ করে যারা নিত্যযাত্রী কিংবা লোকাল ট্রেনে যাতায়াত করেন এই খবর শুনলে আনন্দে লাফাবেন। আগামী ১লা জুলাই থেকে ৫৬৩ টি লোকাল ট্রেনের ভাড়া কমে যাবে। অন্ততপক্ষে ৩ গুণ দাম কমানো হবে এইসব লোকাল ট্রেনের টিকিটের। কোন কোন রেল ডিভিশন রয়েছে এই তালিকায়? জেনে নিন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস গ্রুপের লাইভ হিন্দুস্তানে এই মর্মে একটি প্রতিবেদন বের হয়েছে। তাতে জানা যাচ্ছে করোনা মহামারীর আগে পর্যন্ত একাধিক লোকাল ট্রেন চালানো হত মাত্র ১০ টাকা ভাড়ায়। কিন্তু করোনার সময় এই ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়। পরে সেগুলো আবার চালু হলে ভাড়া হয়ে দাঁড়ায় ৩ গুণ।

Train

ভাড়া কত কমলো?

যে লোকাল ট্রেনগুলোতে আগে যাত্রীরা ১০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতে পারতেন করোনার পর সেই ট্রেনগুলোকে স্পেশাল ট্রেনের তকমা দিয়ে ভাড়া বাড়িয়ে টিকিট মূল্য ৩০ টাকা করে দেওয়া হয়। এতদিনে আবার স্পেশাল ট্রেনের বদলে সাধারণ লোকাল ট্রেনের তকমা পেতে চলেছে এই ট্রেনগুলি। যার ফলে এক ধাক্কায় ৫৬৩ টি লোকাল ট্রেনের ভাড়া কমবে।

গত ফেব্রুয়ারি মাসেই বেশকিছু ট্রেনের উপর থেকে স্পেশাল তকমা তুলে ফেলা হয়। অবশেষে জুলাই মাসে একসঙ্গে ৫৬৩ টি লোকাল ট্রেনকে স্পেশালের আওতা থেকে বাদ দেওয়া হবে। ওই ট্রেনগুলোর নম্বরের সামনে থেকে ‘০’ উঠিয়ে দেওয়া হবে। একসঙ্গে এতগুলো লোকাল ট্রেনের টিকিটের দাম কমে যাওয়াতে বেশ খুশি যাত্রীরা।

Train

কোন কোন ডিভিশনের লোকাল ট্রেনের টিকিটের দাম কমলো?

উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে আম্বালা, দিল্লী, ফিরোজপুর, লখনৌ এবং মোরাদাবাদ ডিভিশনের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। ওই ৫৬৩ টি স্পেশাল লোকাল ট্রেনের নম্বর পাল্টানোর নির্দেশিকা জারি হয়েছে। যার ফলে ভাড়াও যাবে কমে।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই এইভাবে কাটুন ট্রেনের টিকিট

TRAIN TICKETS

আরও পড়ুন : আর শিয়ালদা নয়! এবার দমদম স্টেশন থেকে ছাড়বে এই সব লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

পশ্চিমবঙ্গের কী হবে?

করোনোর পর ঠিক এই ভাবেই স্পেশাল ট্রেন বলে পশ্চিমবঙ্গেরও একাধিক লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও বেশি ভাড়া নেওয়া হচ্ছিল যাত্রীদের থেকে। যাত্রীরা বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। উত্তর রেলওয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পর পশ্চিমবঙ্গের পূর্ব রেলওয়ে কী করে সেটাই এখন দেখার।