পূজোর ছুটিতে বেড়াতে যাবেন? দেখুন কম বাজেটে বেড়ানোর সেরা ৫টি জায়গা

Published on:

5 Travel Spots To Spend Durgapuja Holiday

সামনেই পুজো। দুর্গা পুজোয় কেউ নিজের শহরে থাকতে ভালোবাসেন। কারও পছন্দ সপরিবারে দূরে কোথাও ভ্রমণ। আপনিও কি দ্বিতীয় দলে পড়েন? তাহলে আজকের এই প্রতিবেদন একেবারেই আপনার জন্য। এক নজরে দেখে নিন নামমাত্র খরচে ঠিক কোন কোন জায়গাতে পুজোয় ঘুরতে যেতে পারবেন আপনি। রইল তালিকা।

দক্ষিণ সিকিমের নামচি

৪৪০০ ফুট উচ্চতায় অবস্থিত দক্ষিণ সিকিমের নামচি নামের এই শৈল শহর। অনেকেই হয়তো এর নাম শোনেনি। তবে এটি একটি অপূর্ব জায়গা। এখান থেকে তুষার আবৃত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে আপনি সামদ্রুপচ, রক গার্ডেন যেতে পারবেন। শিব মূর্তি, সাইবাবার মন্দির দেখতে পাবেন। মাথাপিছু ১২০০ টাকাতেই থাকা এবং খাওয়া হয়ে যাবে।

Kassol

কাসোল

হিমাচল প্রদেশের কুলু জেলাতে অবস্থিত কাসোল থেকেও ঘুরে আসতে পারেন পুজোতে। পার্বতী নদীর উপত্যকায় রয়েছে এই ছোট্ট শহর। এখানে আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে পারবেন। মাথাপিছু ১৫০০ থেকে ২ হাজার টাকা খরচ হবে।

পুদুচেরি

এই জায়গা ছিল ফরাসিদের উপনিবেশ। যদি সমুদ্র সৈকত দর্শন করতে চান তাহলে বেছে নিতে পারেন এই জায়গা। এখানে আপনি সপরিবারে যেতে পারেন আবার একাও ভ্রমণ করতে পারেন। পুদুচেরির আনাচে-কানাচে ঘুরে দেখার জন্য স্কুটার ভাড়া করে নিতে পারবেন। পুদুচেরি ঘোরার জন্য বাজেট কম রাখলেও চলবে।

Lunglei

লুংলেই

মিজোরামের লুংলেই শহর থেকেও ঘুরে আসতে পারেন এবার পুজোয়। দারুণ পাহাড়ি পরিবেশে পুজোর ছুটি ভালো উপভোগ করতে পারবেন। খাওয়া দাওয়া এবং থাকা মিলিয়ে মাথা পিছু ৪ থেকে ৭ হাজার টাকা খরচ হবে।

আরও পড়ুন : বাজেটে ফিট, ডেস্টিনেশন হিট! বর্ষায় ঘুরে আসুন পাহাড়-জঙ্গল ঘেরা বুনকুলুং

JIBHI

আরও পড়ুন : ভারতের সবথেকে ব্যয়বহুল ৫ হানিমুন ডেস্টিনেশন, যার বাজেট বিদেশকেও হার মানায়

জিভি

সিমলা থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহর। এখানে পাহাড়ের পাশাপাশি রয়েছে গভীর জঙ্গল এবং জলপ্রপাত। থাকা-খাওয়া মিলিয়ে খরচ থাকবে আপনার সাধ্যের মধ্যে।