সূর্যাস্ত এবং সূর্যোদয়, দেখলেই মন ভালো হয়ে যায়। যদিও সূর্যোদয় দেখার সৌভাগ্য সকলের থাকে না। কারণ বেশিরভাগই ঘুম থেকে ওঠেন দেরিতে। কিন্তু সূর্যাস্ত তো দেখতেই পারেন। প্রকৃতির এমন অদ্ভুত সুন্দর রূপ দেখারও কিন্তু বিশেষ বিশেষ জায়গা রয়েছে এই বাংলায়। এক নজরে দেখুন তেমন ৫ জায়গার ঠিকানা।
বারাণসী
বারাণসীর ঘাটে সূর্যাস্ত দেখা সে এক অদ্ভুত অভিজ্ঞতা। শান্ত স্নিগ্ধ গঙ্গা নদীর ওপারে যখন সূর্য অস্ত যায় তখন ঘাটে বসে বসে তা দেখলে মন ভালো হয়ে যাবে। প্রকৃতি তখন এমনিতেই রোমান্টিক হয়ে ওঠে। বারাণসী গেলে সূর্যাস্ত দেখতে যেন ভুলবেন না।
ডাল লেক
কাশ্মীরের ডাল লেকের সূর্যাস্তও দেখার মত। কাশ্মীর গিয়ে ভুলেও যেন ডাল লেকের সূর্যাস্ত দেখতে ভুলবেন না। লেকে জলে হাউজবোটে বসে সূর্যাস্ত দেখার সৌভাগ্য কিন্তু হয় না। এমন অভিজ্ঞতা পেলে মনে হবে যেন স্বর্গীয় অনুভূতি।
তাজমহল
সূর্যাস্তের সময় লাল হলুদ কমলা রঙে ঢেকে যায় আগ্রার আকাশ। তার মাঝে সাদা ধবধবে তাজমহল দেখলে যেন মনে হয় এ যেন এ পৃথিবীর দৃশ্যই নয়। এমন দৃশ্য একবার দেখলে সারা জীবনেও ভুলবেন না। পড়ন্ত বিকেলের আলোয় তাজমহলের রূপ আলাদাই ফুটে ওঠে।
আরও পড়ুন : নামমাত্র খরচে ভ্রমণ! ভরা বর্ষায় ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের ৫ জায়গা
কাঞ্চনজঙ্ঘা
সূর্যাস্তের সময় মায়াবী আলোয় ঢেকে যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র পাহাড়ের উপর যখন সূর্যের লাল আভা এসে পড়ে তখন তা দেখার মত হয়। এই দৃশ্য আপনি কখনোই ভুলবেন না।
আরও পড়ুন : বর্ষায় পাবেন দুর্দান্ত সিনারি! নামমাত্র খরচে ঘুরে আসুন এই উইকেন্ড ডেস্টিনেশন থেকে
আরও পড়ুন : বৃষ্টির দিনে লং ড্রাইভে যাবেন? পার্টনারকে নিয়ে ঘুরে আসুন ৪ নদীর ধার
সানসেট পয়েন্ট কাসৌলি
হিমাচল প্রদেশের সোলান জেলায় অবস্থিত সানসেট পয়েন্ট। প্রত্যেক বছর এখানে প্রচুর মানুষের ভিড় হয়। ছোট্ট এই শহরে সূর্যাস্তের রূপ আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। এখানে রয়েছে দোলনা। সেই দোলনায় বসে সূর্যাস্ত দেখতে দারুণ লাগবে।