কখনো মেঘ-বৃষ্টি, কখনো চড়া রোদ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণ। এরকমই এখন দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু এখন খুবই মনোরম। তাই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য সময়টা একেবারে উপযুক্ত। তবে দার্জিলিং-গ্যাংটক ঘুরে ঘুরে অনেকেরই একঘেয়ে লাগতে পারে। নতুন কোনও জায়গার সন্ধানে থাকলে আজকের এই প্রতিবেদন শুধু আপনার জন্য। রইল দার্জিলিংয়েরই আশেপাশের সেরা ৫ টি অকবিট গ্রামের খবর এই প্রতিবেদনে।
লেপচাজগত
দার্জিলিংয়ের খুব কাছেই রয়েছে ছোট্ট গ্রাম লেপচা জগত। দার্জিলিং এর সঙ্গে এই স্থানের দূরত্ব মাত্র ১৯ কিলোমিটার। পাইন গাছে ঘেরা এই পাহাড়ি জনপদ সবসময় কুয়াশায় ঘেরা থাকে। এখান থেকে যেন মেঘকে স্পর্শ করা যায়। মূলত এখানে লেপচা জনজাতির বসবাস। এই গ্রামে অনেক ওক, পাইন, রডোডেনড্রন গাছ রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটিয়ে এলে মন শান্ত হয়ে যাবে।
মিমবস্তি
শিলিগুড়ি থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। আবার নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব ৮৭ কিলোমিটার। দার্জিলিং থেকে খুব কাছেই পড়বে এই গ্রামটি। এখানে রয়েছে চা বাগান, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। চারিদিকে বাহারি ফুলের সুবাস এবং নাম না জানা পাখির ডাক মন মুগ্ধ করবেই।
মিসনতার
ছোট্ট এই পাহাড়ি গ্রাম নদী এবং পাহাড়ে ঘেরা। এখানে বেশ কিছু নেপালি পরিবারের বসবাস রয়েছে। ছোট্ট এই গ্রামটি রয়েছে কালিম্পংয়ে। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। সারা বছরই নদীতে জল থাকে। এখানে মাছ ধরতে পারবেন চাইলে। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গা।
ফিকালেগাঁও
এখানে রয়েছে উত্তরবঙ্গের একমাত্র আপেল বাগান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব মাত্র ৭৮ কিলোমিটার। আপনি এখান থেকে মনসুন, তিস্তা, বার্মিক, সাংসের, গ্যাংটক বা সিল্ক রুটে যেতে পারবেন।
আরও পড়ুন : এক ধাক্কায় বেড়ে গেল ডুয়ার্স ঘোরার খরচ! এবার থেকে দিতে হবে বাড়তি টাকা
আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় থাকা-খাওয়া! এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে ঘুরে এলে মন ভালো হবেই
চিবো
হিমালয়ের কোলে এই ছোট্ট পাহাড়ি গ্রাম সারা বছরই মেঘে ঢাকা থাকে। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। প্রায় ৪ হাজার ১০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে জায়গায় জায়গায় ছোট ছোট কাঠের কটেজ রয়েছে। এখানে থাকার সু বন্দোবস্ত রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত চিবো। সম্পূর্ণ রাস্তা গাড়ি করেই অতিক্রম করা যায়।