ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, যার এক রাতের ভাড়া দিয়ে সাত জন্মের ট্রেনের টিকিট কাটা যাবে

Published on:

5 Luxury Trains In India And Their Expenses

দূরে কোথাও ঘুরতে গিয়ে হরেক রকম সুযোগ-সুবিধা যুক্ত রাজকীয় হোটেলে থাকার বাসনা সকল পর্যটকের মনেই থাকে। তবে কেমন হবে যদি সম্পূর্ণ যাত্রা পথটাই রাজকীয়তায় মোড়া থাকে? ভারতে কিন্তু এমন বেশ কিছু ট্রেন রয়েছে যেখানে সফর করলে নিজেকে কেমন যেন একটা রাজা রাজা মনে হবে। হ্যাঁ, তার জন্য অবশ্য একটু বেশি খরচ করতে হবে বটে। তবে ভারতীয় রেলের এই ৫ ট্রেনে সফর করলে কার্যত সেই স্মৃতি জীবনেও ভুলতে পারবেন না। দেখে নিন এক নজরে কোন কোন ট্রেন আছে এই তালিকায়।

ডেকান ওডিসি : ডেকান ওডিসি ট্রেন চালু হয়েছে মহারাষ্ট্রে। মুম্বাই থেকে যাত্রা শুরু করে রত্নাগিরি, সিন্ধুদুর্গ, ওরঙ্গাবাদ, অজন্তা-ইলোরা, নাসিক সহ ১০ টি জনপ্রিয় জায়গায় ভ্রমণ করাবে এই ট্রেন। এই ট্রেনের ডিলাক্স কেবিনের জন্য মাথাপিছু ৬ লক্ষ ৯৪ হাজার টাকা ভাড়া দিতে হয়। প্রেসিডেন্সিয়াল স্যুট নিতে হলে ১৪ লক্ষ ৮৮ হাজার টাকা দিতে হবে।

Maharajas' Express

মহারাজা এক্সপ্রেস : রাজস্থানের মহারাজা এক্সপ্রেস অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চলাচল করে। এটি রাজস্থানের ১২ টি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে। সেই সঙ্গে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। জয়পুরে হাতির পোলো ম্যাচ দেখতে পারবেন। ৪ দিন দিন ৩ রাতে থাকার খরচ হিসেবে ডিলাক্স কেবিনে মাথাপিছু ভাড়া হয় ২ লক্ষ ৮০ হাজার টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করলে ১৪ লক্ষ টাকা দিতে হবে।

দ্য গোল্ডেন চ্যারিয়ট : এই ট্রেন দক্ষিণ ভারতের গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে যাত্রীদের ভ্রমণ করাবে। ৭ রাতের জন্য ৩ লক্ষ ৯৮ হাজার টাকা খরচ হবে। সবুজ অরণ্য এবং জলপ্রপাতের স্বর্গীয় দৃশ্যের মাঝ দিয়ে এই ট্রেন এগিয়ে চলে। পাশাপাশি ট্রেনের মধ্যে বিভিন্ন রাজকীয় পরিষেবা এবং স্পা, চিকিৎসা, বার এবং রেস্তোরাঁর সুবিধা আছে।

Royal Rajasthan On Wheels

আরও পড়ুন : এক ক্লিকেই কনফার্ম হবে ট্রেনের টিকিট! নতুন অ্যাপ লঞ্চ করলেন মুকেশ আম্বানি

রয়্যাল রাজস্থান অন হুইলস : ২০০৯ সালে রাজস্থানর রয়্যাল রাজস্থান অন হুইলস ট্রেন উদ্বোধন হয়। ৭ দিন এবং ৮ রাতের এই ট্যুর প্যাকেজে রাজস্থানের বিভিন্ন শহর ঘুরে দেখতে পারবেন। এই ট্রেনের ডবল শেয়ারিং ডিলাক্স কেবিনের ভাড়া সাড়ে ৩ লক্ষ টাকা থেকে সাড়ে ৫ লক্ষ টাকা।

Palace on Wheels

আরও পড়ুন : মাত্র ১০০০ টাকাতেই বিলাসবহুল হোটেলে থাকতে পারেন! রইল দার্জিলিংয়ের সেরা হোটেলের ঠিকানা

প্যালেস অন হুইলস : রীতিমত ৫ তারা হোটেলের মত সুন্দর সাজানো এই ট্রেন। এর মধ্যে রাজস্থানের সংস্কৃতির ছাপ সব জায়গাতে স্পষ্ট। ১৯৮২ সালে যখন এই ট্রেন চলাচল শুরু হয় তখন এর মধ্যে ব্রিটিশ আমলের রাজকীয় কোচের বন্দোবস্ত ছিল। বর্তমানে জয়পুর সওয়াই মাধোপুর, চিতোরগড়, উদয়পুর, জয়সলমির, জোধপুর, ভরতপুর এবং আগ্রার মত শহরগুলির উপর দিয়ে এই ট্রেন যাতায়াত করে। এই ট্রেনে যাতায়াতের জন্য মাথাপিছু, সাড়ে ৯ লক্ষ টাকা থেকে সাড়ে ১৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়।