বয়স্ক বাবা-মাকে নিয়ে ঘুরে আসুন এই ৫টি জায়গা, ফিরে আসতে মন চাইবে না

Published on:

5 Best Tourist Spots To Travel With Old Parents

পাহাড়, জঙ্গল থেকে সমুদ্র, কম বয়সীদের কোনও দুর্গম জায়গাতে ঘুরতে যেতে বাঁধা থাকে না কোনও। কিন্তু সঙ্গে যদি থাকেন কোনও বয়স্ক ব্যক্তি তাহলে কিন্তু বেড়ানোর জায়গা খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। অতিরিক্ত দুর্গম জায়গাতে বয়স্কদের নিয়ে না যাওয়াই ভালো। যদি বয়স্ক বাবা-মা কিংবা পরিবারের আর কোনও বয়স্ক সদস্যকে নিয়ে ঘুরতে যেতে চান তাহলে এই ৫ টুরিস্ট স্পট বেছে নিতে পারেন।

কাফেরগাঁও

যদি পাহাড়ে যেতে চান তাহলে কালিম্পং জেলার কাফেরগাঁও থেকে ঘুরে আসতে পারেন। এখানে থাকার জন্য হোম স্টে পাবেন। বাহারি ফুল, নানা পাখির গান ও এখানকার পরিবেশ মন মুগ্ধ করবে আপনার এবং আপনার বাবা-মায়ের। এখানে এলে খুব বেশি দূরে কোথাও ঘোরার জন্য যাওয়ার প্রয়োজন পড়ে না। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে প্রকৃতির কোলে একটানা দীর্ঘক্ষণ বসে সময় কাটাতে পারবেন বয়স্করা।

Kaffergaon

হরিদ্বার এবং হৃষিকেশ

যদি বাবা-মাকে নিয়ে কোনও তীর্থস্থানে যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন হরিদ্বার এবং হৃষিকেশ থেকে। এখানকার গঙ্গা আরতি দেখতে পারবেন। এছাড়া কাছেই রয়েছে পাহাড়ের গায়ে মনসা মন্দির। রোপওয়েতে চেপে সেখানে যাওয়া যায়। সেই সঙ্গে রিভার র্যাফটিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

জয়পুর

রাজস্থানের জয়পুর শহরের আনাচে-কানাচে অনেক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে আজও। এখানে রাজা-রাজড়াদের আমলের অনেক বড় বড় দুর্গ আছে। ঐতিহাসিক স্থান পছন্দ হলে গোটা পরিবার নিয়ে জয়পুর থেকে ঘুরে আসতে পারেন।

PURI

পুরী

যদি সমুদ্রে যেতে চান তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন পুরী থেকে। পুরীর সমুদ্র স্নান, সমুদ্রের ধারে বসে সৈকত দেখা, নানা রকমের খাবারের আস্বাদ নিতে পারবেন। সেই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন।

আরও পড়ুন : পাহাড়, নদী থেকে সমুদ্র! বর্ষা উপভোগ করার সেরা ৫ ঠিকানা

Jayanti Forest

আরও পড়ুন : পাহাড়ের গায়ে রামধনুর সাত রং! দেখলে জুড়িয়ে যাবে চোখ

জয়ন্তী

যদি পাহাড় আর জঙ্গল থাকে পছন্দের তালিকায় তাহলে ঘুরে আসুন ডুয়ার্স থেকে। পাহাড় ঘেরা জয়ন্তী নদীর ধারে ডুয়ার্সের জঙ্গল মন ভালো করে দেবে। এখানে স্রোতস্বিনী নদী, চারিদিকে উঁচু উঁচু পাহাড় ও ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে পাখির ডাক শুনলে যেন মনে হয় স্বর্গরাজ্য।