বিদেশ ভ্রমণের শখ কার না থাকে? কিন্তু বাজেটের কথা ভাবলেই বেড়ানোর সিদ্ধান্তে কাটছাঁট করতে হয়। অনেকেই মনে করেন প্রচুর টাকা না থাকলে বিদেশ যাওয়ার প্ল্যানিং না করাই ভাল। তবে জানেন কি এই পৃথিবীতে এমন বেশ কয়েকটি দেশ আছে যেখানে অত্যন্ত কম খরচে ঘুরে আসা যায়? কম খরচে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন যারা তারা একবার এই তালিকা দেখে ঘুরে আসতে পারেন এই ৫ দেশ থেকে।
তাইল্যান্ড : তাইল্যান্ডে যেতে ভারতীয়দের ভিসা লাগে না। প্রত্যেক বছর কয়েক লক্ষ ভারতীয় তাইল্যান্ড ঘুরতে যান। এখানে সমুদ্র সৈকত, পাহাড় দেখতে পাবেন। সেই সঙ্গে কয়েকশো শতাব্দী প্রাচীন সব মন্দিরও দেখা যাবে।
ইন্দোনেশিয়া : কম খরচে বিদেশ ভ্রমণ করতে হলে ইন্দোনেশিয়া -র কথা ভাবতে পারেন। এখানে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রে বালি, পাপুয়াসহ একাধিক দ্বীপ রয়েছে।
ভিয়েতনাম : ভারত থেকে ভিয়েতনাম ভ্রমণের খরচ অত্যন্ত কম। এখানকার পাহাড়ি জনজাতির জীবন পর্যটকদের আকর্ষণ করে। হ্যানয়, হো চি মিন শহরের পাশাপাশি হা লং বে দ্বীপ এবং অন্যান্য শহরে ভ্রমণ করতে পারবেন।
দুবাই : সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই দেশ ভ্রমণের খরচ অন্যান্য দেশের তুলনায় বেশি। এখানে বুর্জ খলিফা, দুবাই মল, দুবাই মিরাকেল গার্ডেন, দুবাইয়ের মরুভূমি, অ্যাকোয়ারিয়াম এবং আন্ডার ওয়াটার জু দেখতে পারেন।
আরও পড়ুন : ভারতের সবথেকে বিপদজনক জায়গা, যেখানে ভারতীয়দেরই প্রবেশ নিষিদ্ধ
আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট
মালদ্বীপ : মালদ্বীপ বরাবরই ভারতীয়দের জন্য ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে রয়েছে। সাদা বালিতে ভরা মালদ্বীপের সমুদ্র সৈকতের দৃশ্য অপূর্ব। এখানে সমুদ্রের লাগোয়া বিভিন্ন রিসোর্ট রয়েছে যেখানে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো যায়।