দুর্গাপূজো আসতে আর খুব বেশি দেরি নেই। পুজোতে একটানা লম্বা ছুটি পাওয়া যাবে। এই ছুটিটাকে তো কাজে লাগাতে হবে। বিশেষ করে যারা ভ্রমণপ্রেমী এই সময়টাই তাদের কাছে বেড়ানোর জন্য সবথেকে উপযুক্ত। পুজোর ছুটিতে কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন? তারই কিছু সুলুক সন্ধান রইল আজকের এই প্রতিবেদনে। দেখে নিন এক নজরে।
ঝাড়্গ্রাম
যদি পুজোর ছুটিতে কাছাকাছির মধ্যে কোনও জায়গা ঘুরতে চান তাহলে ঘুরে আসুন বাংলার ঝাড়গ্রাম জেলা থেকে। ট্রেনে করে ঝাড়গ্রাম স্টেশনে নেমে সড়কপথে যেতে হয়। কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং, তারাফেনী নদী রয়েছে এখানে। ডুলুং নদীর ধারে কনক দূর্গা মন্দিরে যেতে পারেন। এখানে নাকি অষ্টমীর রাতে নিজের হাতে ভোগের মাংস রান্না করেন মা দুর্গা। নবমীতে সেই মাংস নিবেদন হয়। তাই দুর্গা পুজোর সময়ই যেতে পারেন কনক দূর্গা মন্দিরে।
কুন্নুর
তামিলনাড়ুর কুন্নুর থেকেও ঘুরে আসতে পারেন পুজোর ছুটিতে। এই পাহাড়ি শহর নীলগিরি জেলাতে অবস্থিত। এখানে চারপাশের পরিবেশ সবুজে মোড়া। পথে অনেক বন্যফুল দেখতে পাবেন। শুনবেন নাম না জানা হরেক রকমের পাখির ডাক। ট্রেকিং করতে চাইলে তাও করতে পারবেন। অক্টোবর মাসে কুন্নুরে ব্যাপক ঠান্ডা পড়ে। তাই সঙ্গে করে কিছু শীতের জামা কাপড় নেবেন।
আরও পড়ুন : পুজোর ছুটিতে ঘুরে আসুন আন্দামান, কলকাতা থেকে চালু হল নতুন বিমান, দেখুন সময়সূচী
অমৃতসর
হাতে কয়েকটা দিন বেশি সময় থাকলে ঘুরে আসতে পারেন পাঞ্জাবের সব থেকে পবিত্র জায়গা অমৃতসর থেকে। এখানে রয়েছে শিশুদের গুরুদোয়ারা। রয়েছে গোল্ডেন টেম্পল। এছাড়াও এখানে জালিয়ানওয়ালাবাগ এবং ওয়াঘা বর্ডার দেখতে পাবেন। আর অবশ্যই পাঞ্জাবে গেলে সেখানকার স্ট্রিট ফুড খেতে ভুলবেন না।
আরও পড়ুন : পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য! জানলে চমকে যাবেন
আরও পড়ুন : বর্ষায় পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? এই ৫ বিষয় মাথায় না রাখলে বিপদে পড়বেন
নৈনিতাল
পুজোর ছুটি কাটিয়ে আসতে পারেন ভারতের লেক ডিস্ট্রিক্ট নৈনিতালে। সপরিবারে ভ্রমণের জন্য এই জায়গাটি খুবই ভালো। এখানে অনেক ছোট বড় হ্রদ দেখতে পাবেন। গ্রীষ্মকালে এখানে ভিড় বেশি হয়। পুজোর সময়টাতে ভিড় অনেক কম থাকে।