বর্ষার সময় অনেকেই পাহাড়ে থেকে বর্ষার রূপ প্রত্যক্ষ করতে চান। আপনিও কি সেই দলে পড়েন? তাহলে নিশ্চয়ই দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন এই মরসুমে? তাহলে আজ আপনার জন্য দার্জিলিংয়েরই এমন চারটি অফবিট পাহাড়ি গ্রামের সন্ধান রইল যেখানে গেলে মন ভরে বর্ষা উপভোগ করতে পারবেন। তাও আবার নিরিবিলিতে ও নিতান্তই কম খরচায়। দেখুন এক নজরে।
তাবাকোশি
মিরিক থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত তাবাকোশি গ্রাম। এখানে রয়েছে গোপালধারা চা বাগান, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতির মার্কেট, মিরিক লেক এবং মনাস্ট্রি, লেপচাজগত ইত্যাদি আরও অনেক জায়গা।
তাকদা
কম বাজেটের মধ্যে যদি পাহাড় ভ্রমণের প্ল্যানিং থাকে তাহলে ঘুরে আসুন তাকদা গ্রাম থেকে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই গ্রাম। কুয়াশায় ঘেরা এই গ্রামে চা বাগান আর ঢেউ খেলানো পাহাড় দেখলে মন জুড়িয়ে যাবে। তার উপর বর্ষায় মেঘ আর বৃষ্টির খেলা এই গ্রামকে আরও মায়াবী করে তোলে।
ধোত্রে
বর্ষায় যদি পাহাড় ঘুরতে চান তাহলে ঘুরে আসুন ধোত্রে থেকে। এখানে সিঙ্গালিলা জাতীয় উদ্যান রয়েছে। পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু এবং শেষ গ্রাম হল ধোত্রে। নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে কিছুদিন ছুটি কাটাতে হলে চোখ বন্ধ করে এখানে আসতে পারেন।
আরও পড়ুন : ভুলে যান দিঘা-মন্দারমনি, মৎসপ্রেমী বাঙালির সেরা ঠিকানা এখন যমুনাসুল সমুদ্র সৈকত
আরও পড়ুন : বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে ঘুরে আসুন এই ৫ জায়গা, ময়ূরের মত নাচবে মন
দাওয়াইপানি
দার্জিলিংয়ের থেকে একটু উঁচুতে অবস্থিত এই গ্রাম। ঘুম স্টেশন থেকে মাত্র ২০ মিনিটের পথ। এখান থেকে আপনি দার্জিলিং শহর দেখতে পাবেন। এই গ্রামের পরিবেশ ঘন সবুজ গাছে ঘেরা।