ভারতের এই ৪ মন্দিরে পুরুষের প্রবেশ নিষেধ ! পুরোহিত থেকে ভক্ত সকলেই মহিলা

Published on:

4 Indian Temples Where Females Are The Priest

মহিলা পুরোহিত, সোশ্যাল মিডিয়ার যুগে এই নাম এবং পেশার কিছু মহিলার পরিচয় পেতেই রে রে করে উঠেছিল সমাজের একাংশ। আবার একাংশ তাদের সমর্থনও করেছিলেন। শাস্ত্রমতে শুধু পুরুষই একা পুরোহিত হওয়ার ক্ষমতা পান না, এমনটাই প্রমাণ করে দিয়েছেন মহিলা পুরোহিতেরা। তবে জানেন কি ভারতের ৪ মন্দিরে যুগ যুগ ধরে মহিলারাই পুজো দিয়ে আসছেন? এই সব মন্দিরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। দেখুন ভারতের কোন কোন মন্দিরে মহিলা পুরোহিত পূজা করেন।

আট্টুকাল মন্দির

এই মন্দির কেরালাতে অবস্থিত। প্রত্যেক বছরের কেরালার বিখ্যাত উৎসব পোঙ্গলের সময় এখানে ৩০ লক্ষ মহিলা ভক্তের আগমন হয়। কিন্তু কোনও পুরুষ আসতে পারেন না। গিনিস ওয়ার্ল্ড অফ বুকে জায়গা করে নিয়েছে এই মন্দিরে। কারণ বিশ্বের আর কোথাও এত বড় মহিলা সম্মেলন হয় না।

Mata Mandir

মাতা মন্দির

বিহারের মুজাফফরনগরে রয়েছে মাতা মন্দির। আসামের কামাখ্যার মত এই মন্দিরেও দেবীর ঋতুস্রাব হয়। ওই সময় এখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। মন্দির পরিচালনার দায়িত্ব নিয়েছেন মহিলারাই। এখানে পুরোহিত থেকে ভক্ত সকলেই মহিলা। মন্দিরের কঠোর নিয়ম অনুসারে কোনও পুরুষ এখানে প্রবেশ করতে পারেন না।

দেবী কন্যাকুমারী

কন্যাকুমারীতে দেবী মন্দিরে দেবী পার্বতীকে কন্যা রূপে পূজা করা হয়। এখানে বিবাহিত পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তবে সন্ন্যাসীরা মন্দিরের প্রধান দরজা পর্যন্ত যেতে পারেন। এখানে সতীর ডান কাঁধ এবং মেরুদন্ডের অংশ পড়েছিল। মহিলারাই এই মন্দির পরিচালনা করেন।

আরও পড়ুন : যেতে হবে না পুরী! রথযাত্রায় এই বাংলায় জগন্নাথ দর্শন হবে ১০ জায়গায়

Brahma Mandir

আরও পড়ুন : কত কেজি সোনা রয়েছে কালীঘাট মন্দিরের চূড়ায়?

ব্রহ্মা মন্দির

রাজস্থানের পুষ্করে রয়েছে দেশের একমাত্র ব্রহ্মা মন্দির। এখানে বিবাহিত পুরুষের প্রবেশ নিষিদ্ধ। বলা হয় এখানে কোনও বিবাহিত পুরুষ প্রবেশ করলে তার দাম্পত্য জীবন সুখের হবে না। সেই থেকে ব্রহ্মা মন্দিরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ হয়েছে।