ভারতে স্কাইডাইভিংয়ের জন্য সেরা ৪টি জায়গা, জীবনে একবার হলেও যাওয়া উচিত

Published on:

4 Best Skydiving Sites In India

এখন শুধু ঘোরাঘুরি নয়, ভ্রমণ প্রেমীদের মধ্যে অনেকেই অ্যাডভেঞ্চারের খোঁজে বেছে বেছে বেড়ানোর জায়গা ঠিক করেন। বিভিন্ন অ্যাডভেঞ্চারের মধ্যে স্কাই ডাইভিং এখন খুবই জনপ্রিয় হয়েছে। ভারতের একাধিক ভ্রমণের স্থানে আপনি চাইলে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা নিতেই পারেন। জেনে নিন দেশের কোথায় কোথায় স্কাই ডাইভিং করতে পারবেন আপনি।

মহীশূর : কর্নাটকের মহীশুরের চামুন্ডি পাহাড়ে স্কাই ডাইভিংয়ের সুবিধা আছে। ১০ থেকে ১৫ হাজার ফুট উচ্চতা থেকে প্যারাসুটের সাহায্যে ঝাঁপ দেওয়া যায়। তবে তার আগে অবশ্য একদিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সব শুদ্ধ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হবে।

পন্ডিচেরি : তামিলনাড়ুর পন্ডিচেরিতে স্কাই ড্রাইভিংয়ের সুযোগ পাওয়া যাবে। ১০ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভিং করা যায় এখানে। এর জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা আছে। ২৭ হাজার টাকা খরচ হবে।

আরও পড়ুন : কীভাবে টয় ট্রেনের টিকিট বুকিং করবেন? দেখুন ট্রেনের রুট, ভাড়া ও টাইম টেবিল

ডিসা : গুজরাটের ডিসা শহরটিতেও স্কাই ডাইভিং করা যায়। এখানকার সুন্দর লেকের উপর দিয়ে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা সত্যিই খুবই মনোরম। তবে তার জন্য ১ থেকে ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। ৩৩ হাজার ৫০০ টাকা দিলেই আপনি স্কাই ডাইভিং করতে পারবেন।

আরও পড়ুন : এবার গভীর রাতেও মিলবে মেট্রো! বাড়লো ট্রেনের সময়সীমা, দেখুন মেট্রোর নতুন টাইম টেবিল

ধানা : মধ্যপ্রদেশের ধানাও স্কাই ডাইভিংয়ের জন্য বিখ্যাত। রাজধানী কোথায় থেকে ১৮৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাতে ৪০০০ ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভিং করানো হয়। এরজন্য ৩৫ হাজার টাকা খরচ হয়।