বৃষ্টির দিনে লং ড্রাইভে যেতে চান? পার্টনারের সঙ্গে একান্তে কিছুটা রোমান্টিক মুহূর্ত কাটাতে চান? তাহলে ঘুরে আসতে পারেন বেশ কিছু নদীর ধার থেকে। বৃষ্টির মধ্যে পার্টনারকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে এই ৪ নদীর ধার ঘুরতে বেশ ভালই লাগবে। খুব বেশি দূরে কোথাও যেতে হবে না। দেখুন কাছাকাছি মধ্যে কোথায় যেতে পারবেন লং ড্রাইভে।
গাদিয়াড়া
কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গাদিয়াড়া। হাওড়া থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। যেতে মাত্র দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে। পথে এক দিকে পড়বে ভাগীরথী, অন্যদিকে রূপনারায়ণ। উইকেন্ডের বিকেলগুলোতে আপনি লংড্রাইভে যেতে পারেন এই জায়গায়।
কোলাঘাট
ঘুরে আসতে পারেন রূপনারায়ণের ধারে কোলাঘাট থেকেও। এখানে বর্ষার সময় ঘরের ইলিশ মাছ এবং হরেক রকম ফুল পাবেন। আবার এখানকার রেস্তোরাঁগুলো খুব বিখ্যাত। এখানকার ধাবার খাবারের স্বাদ মুখে লেগে থাকবে। কলকাতা থেকে কোলাঘাটের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার।
আরও পড়ুন : ভরা বর্ষায় ঘোরার জন্য বাংলার সেরা ৯ জায়গা
রায়চক
রায়চকে রয়েছে প্রাচীন রেডিশন দুর্গের ধ্বংসাবশেষ। বর্তমানে এটি একটি পাঁচতারা হোটেলে রূপান্তরিত হয়েছে। এখানে চাইলে রাতেও থাকতে পারবেন। কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত রায়চক।
আরও পড়ুন : কলকাতায় বেড়াতে যাবেন? দেখুন কোন ৫ জায়গা অবশ্যই দেখতে হবে
আরও পড়ুন : বর্ষায় পাবেন দুর্দান্ত সিনারি! নামমাত্র খরচে ঘুরে আসুন এই উইকেন্ড ডেস্টিনেশন থেকে
ডায়মন্ড হারবার
হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবারও উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে ভালো জায়গা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার একসময় ইংরেজদের সাবডিভিশন ছিল। এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু সময়ের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব ৫০ কিলোমিটার।