বাজেটে ফিট ডেস্টিনেশ হিট! হানিমুনের জন্য ভারতের সেরা ৪টি জায়গা

Published on:

4 Best Honeymoon Destinations In South India

বিদেশে কেন, ভারতবর্ষেই এরকম অনেক জায়গা রয়েছে যেখানে বিয়ের পর হানিমুন কাটাতে পারবেন নবদম্পতিরা। দক্ষিণ ভারতের এমন ৪ টি জায়গার নাম থাকলো আজকের এই প্রতিবেদনে। যেখানে আপনি ঘুরে আসতে পারবেন সঙ্গীকে নিয়ে। সুইজারল্যান্ড, প্যারিস নয়, একবার বরং ঘুরে দেখুন এই ৪ জায়গা।

উটি

নীলগিরি পর্বতের কোলে অবস্থিত ছোট্ট একটি শহর হল উটি। এখানে পাহাড়, লেক, চা বাগান রয়েছে। পাহাড়ের পাশাপাশি আপনি এখানে লেকের জলে নৌকাবিহার করতে পারবেন সঙ্গীকে নিয়ে।

Coorg

কুর্গ

পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত ছোট্ট এই পাহাড়ি গ্রাম। এখানে রয়েছে উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ এবং ঝর্ণা। সেই সঙ্গে রয়েছে কফির বাগান। মন্দির এবং বৌদ্ধমঠে গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন।

মুন্নার

কেরালার মুন্নার সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ ফুট উঁচুতে অবস্থিত। এখানে সারা বছর শীত থাকে। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, মশলার বাগান, ঝর্ণা, হ্রদ, নদী দেখতে পাবেন। নিরিবিলিতে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

আরও পড়ুন : বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে ঘুরে আসুন এই ৫ জায়গা, ময়ূরের মত নাচবে মন

Puducherry

আরও পড়ুন : দক্ষিণ ভারতের সেরা হিল স্টেশন কোনগুলো? এক নজরে দেখুন তালিকা

পুদুচেরি

পুদুচেরি একসময় ফরাসিদের উপনিবেশ ছিল। এখন পুদুচেরি ভারতবর্ষের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যেসব কাপলদের সমুদ্র পছন্দ তারা এখানে আসতে পারেন। সমুদ্রের ধারে বসেই অনেকখানি রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। খুব বেশি ঘোরাঘুরির প্রয়োজন হবে না।