৩১৫ টি নতুন ট্রেন চালু করল রেল! রথযাত্রার পুরী বেড়ানোর বাম্পার সুযোগ

Published on:

315 Special Trains Will Run For Puri Rathyatra

সামনেই রথযাত্রা। এই উৎসব উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় থাকে ভরপুর। ৭ই জুলাই রথ। ১৬ জুলাই উল্টোরথ। ১০ দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে ইচ্ছুক যাত্রীদের যাতে যাতায়াতে সমস্যা না হয় তার জন্যই বিশেষ ট্রেনের পরিষেবা আনলো ভারতীয় রেল। রথযাত্রা উৎসব উপলক্ষেই ৩১৫ টি বিশেষ ট্রেন চালানো হবে। কোন কোন রুটে চলবে? দেখে নিন।

দ্য ইস্ট কোস্ট রেলওয়ে ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উপলক্ষে। এই স্পেশাল ট্রেনগুলো চলবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং বিহারের বিভিন্ন জায়গায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রেলস্টেশন থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে। রেলের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই সংবাদ।

PURI

যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রথযাত্রা উপলক্ষে পুরীতে আসতে পারেন তার জন্য এই তিনশোর বেশি ট্রেন চালু করা হয়েছে। ট্রেনগুলো বাদাম পাহাড়, রোরকেল্লা, বালাসোর, সোনপুর, দশপল্লাসহ জুনাগড় রোড, সম্বলপুর, কেওনঝড়, পারাদ্বীপ, বাংরিপসি ইত্যাদি ষ্টেশন থেকে ছাড়বে। প্রতিবেশী রাজ্যের মানুষদের যাতে উড়িষ্যার রথযাত্রায় অংশ নিতে অসুবিধা না হয় তার জন্যেও এই বিশেষ ব্যবস্থা নেওয়া।

রেলের তরফ থেকে জানানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার গুন্ডিচা যাত্রা উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয় পুরীতে। তাই লং ডিস্ট্যান্স স্পেশাল ট্রেন চালু করার কথা ভাবা হয়েছে। সেই সঙ্গে টিকিট কাউন্টার থেকে ট্রেন ইনফরমেশন সিস্টেমসহ সমস্ত বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে যাতে যাত্রীদের সমস্যা না হয়।

আরও পড়ুন : পুরীতে গিয়ে ভুলেও করবেন না এই ১০ কাজ, নাহলে চরম বিপদে পড়বেন

PURI

আরও পড়ুন : যেতে হবে না পুরী! রথযাত্রায় এই বাংলায় জগন্নাথ দর্শন হবে ১০ জায়গায়

উল্লেখ্য, উড়িষ্যাতে এই প্রথমবার বিজেপি সরকার স্থাপন হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এবং তার দুই ডেপুটি বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করে পুরীর রথযাত্রা দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। উড়িষ্যাতে এই বছর বেশ ধুমধান করেই পুরীর রথযাত্রা উৎসব পালন হবে। যদি আপনিও এই উৎসবে শামিল হতে চান তাহলে রেল আপনাকে সেই সুবিধা দেবে।