অনেক হল দার্জিলিং-গ্যাংটক! গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৩ শৈল শহর থেকে

Published on:

3 Best Hill Stations For Summer Vacation Trip

পাহাড় বলতেই বাঙালির সাধারণত দার্জিলিং-গ্যাংটকের কথাই প্রথম মনে আসে। তবে শুধু দার্জিলিং-গ্যাংটকই কেন যাবেন বারবার? পশ্চিমবঙ্গের বাইরেও ঘোরাঘুরির জন্য আরও বেশ কিছু শৈল শহর আছে। গরমে সপরিবারে কোনও পাহাড়ি এলাকাতে ঘুরতে যেতে চাইলে অপশনের অভাব নেই ভারতে। যাবেন নাকি সেখানে?

কুর্গ

কর্নাটকে পশ্চিমঘাট পর্বতের ঢালে অবস্থিত কোদাগু জেলায় কুর্গ নামের একটি পর্যটন স্থল রয়েছে। যাকে দক্ষিণ ভারতের স্কটল্যান্ড বলে। গরমের সময়ও এখানে শীতের অনুভূতি থাকে। এখানকার আবহাওয়া খুবই মনোরম। সবুজ বন জঙ্গল, শান্ত-শীতল পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এই জায়গার মাঝখান দিয়ে বয়ে চলেছে কাবেরী নদী।

উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ছোট ছোট ঝর্ণা, কফি বাগান, চারিদিকে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই। এখানে নদীতে রিভার রাফটিং, ট্রেকিং, জিপলিং, কায়াকিং করতে পারবেন। দেখা জায়গার মধ্যে রয়েছে রাজাসিট পার্ক, অ্যাবি ঝর্না, ওমকারেশ্বর মন্দির, তালকাবেরী, নাগরহোল জাতীয় উদ্যান, দুবার হাতি সংরক্ষণালয় ইত্যাদি।

কীভাবে যাবেন?

ট্রেন পথে গেলে হাওড়া স্টেশন থেকে ম্যাঙ্গালোর স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে কুর্গে পৌঁছানো যায়। আর যদি বিমানে করে যেতে চান তাহলে কলকাতা বিমানবন্দর থেকে ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামতে হবে। তারপর গাড়ি করে ১৩৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারবেন কুর্গে।

শ্রীখোলা

কম বাজেটের মধ্যে ঘোরার প্ল্যান থাকলে শ্রীখোলা থেকেও ঘুরে আসতে পারেন। সান্দাকফু ও ফালুট যাওয়ার পথে পড়বে শ্রীখোলা। রিম্বিক থেকে শ্রীখোলা মাত্র ১৫ মিনিটের পথ। শ্রীখোলা নদী, তার উপর ২০০ বছরের পুরনো ঝুলন্ত ব্রিজ, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, কটেজের মত দেখতে কাঠের বাড়ি, সিঙ্গালিলা জাতীয় উদ্যান, বৌদ্ধ মন্দির, বার্চ ও পাইনের বন দেখতে পাবেন এখানে গেলে।

আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা

কীভাবে যাবেন?

ট্রেন কিংবা বাসে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে দার্জিলিং পৌঁছে যেতে হবে। দার্জিলিং থেকে আর একটা গাড়ি ভাড়া করে ৬ ঘন্টার মধ্যে শ্রীখোলাতে পৌঁছানো যায়।

সোলাং ভ্যালি

হিমাচল প্রদেশে মানালি থেকে লেহ-মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে রয়েছে অপূর্ব সুন্দর সোলাং ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গা প্রায় ৮৪০০ ফুট উঁচুতে অবস্থিত। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই প্রিয় এই জায়গা। এখানে প্যারাগ্লাইডিং, ট্রেকিং, ক্যাম্পিং করতে পারবেন।

আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় দার্জিলিং! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? দেখুন ট্যুর প্ল্যান

কীভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেনের মাধ্যমে সাহারানপুর হয়ে সোলাং ভ্যালি যাওয়া যায়। জোগিন্দর নগর রেলওয়ে স্টেশনে নেমে তারপর গাড়ি ভাড়া করে সোলাং উপত্যকায় যাওয়া যায়। বিমান পথে গেলে ভুন্টারের কুল্লু-মানালি বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি ধরে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সোলাং ভ্যালিতে পৌঁছানো যায়।