পর্যটনের জন্য ভারতবর্ষে একাধিক জায়গা রয়েছে। এরমধ্যে তিনটি শহর বিশ্বের সেরা পর্যটন শহরের তালিকায় নাম তুলে ফেলল। ভ্রমণ এবং অবসর কাটানোর জন্য বিশ্বের পছন্দের সেরা ২৫ টি শহরের নাম প্রকাশিত হয়েছে সদ্য। এই তালিকাতে ভারতের তিনটি শহরের নাম এলো। তালিকায় কিন্তু বাংলার একটি শহরের নামও রয়েছে। দেখে নিন এক নজরে।
সম্প্রতি ট্রাভেল প্লাস লেইজার নামের একটি সংস্থার তরফ থেকে পৃথিবীর ভ্রমণ এবং অবসর যাপনের জন্য সেরা ২৫ টি শহরের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকাতে মেক্সিকোর সান মিগুয়েল দে অ্যালেন্ডের নাম রয়েছে সবার আগে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থানের উদয়পুরের নাম। আর তৃতীয় স্থানে রয়েছে জাপানের কিয়েটোর নাম।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নাম কিন্তু রয়েছে এই সেরা ২৫ টি শহরের তালিকায়। ১৯ নম্বরে নাম রয়েছে কলকাতার। সেরা ২৫ তালিকায় ভারতের মধ্যে প্রথম স্থানে রাজস্থানের উদয়পুর, দ্বিতীয় স্থানে কলকাতা ছাড়াও আরও একটি শহরের নাম জায়গা পেয়েছে। এটাও কিন্তু রাজস্থানের শহর। রাজস্থানের জয়পুরকেও সেরা শহরের তালিকায় রাখা হয়েছে।
আরও পড়ুন : কলকাতার কাছে ৫ রিসোর্টে কাটিয়ে আসুন উইকেন্ড, কেটে যাবে সারা সপ্তাহের ক্লান্তি
আরও পড়ুন : কলকাতায় গেলে দেখতেই হবে এই ৬ জায়গা, একবার গেলে সারাজীবন মনে থাকবে
এই তালিকাতে রয়েছে টোকিও, মারবেল্লা, ম্যাক্সিকো সিটি, ইস্তানবুল, কেপটাউন, পোর্তো, রোম, বার্সেলোনা ও সিওলের মত শহরের নাম। এই তালিকাতে ভারতেরই তিনটি শহরের নাম রয়েছে। জেনে খুবই খুশি ভারতীয়রা। আগামী দিনে এই শহরগুলোতে পর্যটনের ব্যবসা আরো ভালো হবে বলে আশা করা হচ্ছে।