অবশেষে ১২ কামরার লোকাল ট্রেন চালু হয়ে গেল শিয়ালদহ লাইনে। শিয়ালদহ শাখার এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মের কাজ শেষ হয়েছে ২ সপ্তাহ আগে। যে কারণে প্রচুর মানুষ ভোগান্তির মুখে পড়েছিলেন। কিন্তু ১২ কামরার লোকাল ট্রেন চালু হওয়াতে এবার হাজার হাজার যাত্রী সুবিধা পাবেন। ১লা জুলাই থেকেই চালু হয়ে গেল নতুন এই ১২ কামরার লোকাল ট্রেন।
এতদিন লোকাল ট্রেনগুলো ছিল ৯ কামরার। সেই জায়গাতে কামরার সংখ্যা আরো তিনটি বাড়ানো হলো। এর ফলে প্রত্যেকটি লোকাল ট্রেনে ১ হাজার ৫০ জন যাত্রী অতিরিক্ত যেতে পারবেন। লোকাল ট্রেনগুলোকে যেরকম ভিড় হয় অতিরিক্ত কামরা চালু হওয়াতে তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন চালু করা খুব একটা সহজ কাজ ছিল না। এর জন্য প্লাটফর্মের দৈর্ঘ্য ৭০ মিটার বাড়ানো দরকার ছিল। তবে এই কাজ করতে গেলে আবার ডিআরএম ভবন ভাঙতে হত। কিন্তু তা না করে শিয়ালদহ স্টেশনের মূল ভবনের দিকে বাফার পেছনের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এর জন্য প্রত্যেকটা প্লাটফর্মের দৈর্ঘ্য প্রায় ১০ মিটার করে বাড়ানো সম্ভব হয়েছিল। পরে এক দুই এবং পাঁচ নম্বর প্লাটফর্মকে দমদমের দিকে ৬০ মিটার বাড়ানো হয়। তারপর রেললাইন, সিগন্যালিং, ওভারহেডসহ অন্যান্য ব্যবস্থা করা হয়। বর্তমানে তিন এবং চার নম্বর প্লাটফর্মকে দমদমের দিকে সম্প্রসারিত করানোর কাজ চলছে।
আরও পড়ুন : কনফার্ম তৎকাল টিকিট বাতিলেও ফেরত পাবেন টাকা! জানুন কীভাবে
আরও পড়ুন : সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ছাড়! এবার ট্রেনের টিকিটে এই সুবিধা পাবেন বয়স্করা
বর্তমানে শিয়ালদহ ডিভিশনে প্রত্যেক দিন ৮৯২ টি লোকাল ট্রেন চলাচল করে। শিয়ালদহ দক্ষিণে বেশিরভাগ ট্রেন ১২ কামরার ছিল। কিন্তু পরিকাঠামোর অভাবে উত্তর এবং মেইন শাখার প্লাটফর্মে ১২ কামরার ট্রেন চালানো যাচ্ছিল না। কিন্তু এবার নতুন ব্যবস্থা চালু হওয়াতে যাত্রীদের সুবিধাও বেশ বাড়বে।