এই পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে। তাদের কিছু কিছুর নাম আমরা জানি। আবার বেশ কিছু দেশের নাম আমরা জানি না। যেমন জানি না বিশ্বের সবথেকে নতুনতম দেশগুলোর নাম। আজকের এই প্রতিবেদনে রইল বিশ্বের নতুনতম ১০ টি দেশের নাম। যেগুলো সম্পর্কে জানা তো দূরের কথা, হয়তো বা নামও শোনেননি অনেকে। দেখুন তালিকা।
সাউথ সুদান
দীর্ঘ বেশ কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সাউথ সুদান স্বাধীনতার আস্বাদ পেয়েছে। ২০১১ সালের ৯ জুলাই স্বাধীন দেশে হিসেবে আত্মপ্রকাশ করেছে এই দেশটি। বর্তমানে এটি বিশ্বের একটি সার্বভৌম দেশ।
কসোভা
আগে এই দেশটি সার্বিয়ার অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা লাভ করেছে। তবে রাষ্ট্রীয় মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এখনও এই দেশের লড়াই জারি আছে।
সার্বিয়া
সার্বিয়া এবং মন্টিনিগ্রো আলাদা হয়ে যাওয়ার পর সার্বিয়াও নতুন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ২০০৬ সালের ৫ই জুন। অর্থনৈতিক সংস্কারের কাজে এগিয়ে চলেছে এই দেশ। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দেশটি।
মন্টিনিগ্রো
২০০৬ সালে ভোটের পর ৩রা জুন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মন্টিনিগ্রো। বর্তমানে এই দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চায়।
ইস্ট টিমোর
দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি ২০০২ সালে স্বাধীনতা পেয়েছিল। ওই বছরের ২০ শে মে এই দ্বীপ রাষ্ট্রটির জন্ম হয়।
পালাউ
১৯৯৪ সালের ১লা অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রি অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এই দেশ। এই দ্বীপ রাষ্ট্র এখানকার সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বেশ বিখ্যাত।
ইরিত্রিয়া
১৯৯৩ সালের ২৪ শে মে ইথিওপিয়া থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন করে ইরিত্রিয়া। তবে ইরিত্রিয়া এখনও শাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য লড়াই করে যাচ্ছে।
আরও পড়ুন : পাহাড়ের গায়ে রামধনুর সাত রং! দেখলে জুড়িয়ে যাবে চোখ
আরও পড়ুন : পৃথিবীর এই ৮ দেশে চলে না ট্রেন, নাম শুনলেই অবাক হবেন
চেক প্রজাতন্ত্র
১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার থেকে চেক প্রজাতন্ত্রের জন্ম হয়। ওই বছরের ১লা জানুয়ারি ভেলভেট ডিভোর্সের মাধ্যমে সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ বিখ্যাত পর্যটন স্থল।
স্লোভাকিয়া
চেকোস্লোভাকিয়া থেকে ১৯৯৩ সালের ১লা জানুয়ারি স্লোভাকিয়ার জন্ম হয়। বর্তমানে এই দেশটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আরও পড়ুন : নামমাত্র খরচে ঘুরে আসুন থাইল্যান্ড! দারুণ সুযোগ দিচ্ছে IRCTC
ক্রোয়েশিয়া
১৯৯১ সালের ২৫শে জুন যুগোস্লাভিয়া থেকে বেরিয়ে এসে নতুন রাষ্ট্র গঠন করে ক্রোয়েশিয়া। এখন এই দেশ এখানকার সংস্কৃতি এবং পর্যটন কেন্দ্র হিসেবে গোটা বিশ্বে নাম করেছে।