সস্তায় বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ, দেখুন ১০ টি দুর্দান্ত ডেস্টিনেশন

Published on:

10 International Travel Destination Around World Under Budget 50 Thousands

বেড়ানো যাদের নেশা তারা জীবনে অন্তত একবার হলেও বিদেশে ভ্রমণ করতে যেতে চান। দেশের তুলনায় বিদেশ ভ্রমণের খরচ স্বাভাবিকভাবেই একটু বেশি। তবে বাজেটের চিন্তা না থাকলে বিদেশের এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে না গেলে কিন্তু মিস করবেন। আজকের এই প্রতিবেদনে রইল ৫০ হাজার টাকার কম বাজেটে ঘোরার মত ১০টি জায়গার সন্ধান। দেখে নিন ঝটপট।

NEPAL

নেপাল : ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশ অসংখ্য বুদ্ধ মন্দির, মঠ এবং বৌদ্ধস্তূপের জন্য বিখ্যাত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে দরবার স্কয়ার, বৌধনাথ স্তুপ, পশুপতিনাথ মন্দির, ও স্বয়ম্ভূনাথ স্তুপ। এছাড়া গোটা দেশজুড়ে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। সম্পূর্ণ নেপাল ভ্রমণ করতে সময় লাগবে ৭ দিন। ভালো হোটেলে থাকা-খাওয়ার খরচ এবং ঘোরার খরচ মিলিয়ে বাজেট ৫০,০০০ টাকার কমই থাকবে।

মালদ্বীপ : ভারতীয়দের কাছে মালদ্বীপ এখন বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা। এই দেশে ঘোরার জন্য ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। এখানকার সমুদ্র, সৈকতের সাদা বালি, তাল নারকেলের গাছ, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন ও কচ্ছপ দেখার টানে পর্যটকরা এখানে ভিড় করেন।

SRI LANKA

শ্রীলংকা : শ্রীলঙ্কাতে ৭ দিনে থাকা-খাওয়া এবং ঘোরার খরচ ৩০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে থাকে। হর্টন প্লেইনস ন্যাশনাল পার্ক, পেড্রো টি স্টেট, মুন প্লেইন, গ্রেগরি লেক, গালওয়ে’স ল্যান্ড ন্যাশনাল পার্ক ইত্যাদি দর্শনীয় স্থান আছে এখানে। পাহাড়, সমুদ্র, জঙ্গল, চা বাগান ও অসংখ্য মন্দির রয়েছে এই দেশে।

মালয়েশিয়া : দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ বরাবরই ভ্রমণপ্রেমীদের কাছে প্রিয়। বিমানে সফর, হোটেলে থাকা-খাওয়া এবং খরচ ইত্যাদি মিলিয়ে মালয়েশিয়া ভ্রমণের জন্য খরচ ৫০ হাজার টাকার কম হয়। টুইন টাওয়ার, স্কাই ব্রিজ, অবজারভেশন ডেক ও গিফট শপ সহ দেখার মত আরও অনেক কিছুই আছে।

BHUTAN

ভুটান : ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র ভুটানে ৭ দিনে থাকার খরচ ৫০ হাজার টাকার কম। এখানে দেখার মধ্যে রয়েছে ভুটানের রাজবাড়ি, পারো, থিম্পু, পুনাখা, ত্রোংসা, বুমথাং ভ্যালি, ফোবজিকা ভ্যালি।

মিশর : পিরামিডের দেশ মিশর থেকেও কাটিয়ে আসতে পারেন কয়েকটা দিন। বাজেট থাকবে ৫০,০০০ টাকার কম। কায়রো, আলেকজান্দ্রিয়া শহরে দেখার মত অনেক কিছুই আছে। মিশরের জাদুঘর, গিজার পিরামিড, লাক্সার মন্দির, সিওয়া মরুভূমি ইত্যাদি রয়েছে দেখার মত।

Thailand

থাইল্যান্ড : বর্তমানে থাইল্যান্ড অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে ভারতীয়দের কাছে। ট্যুর প্যাকেজে থাইল্যান্ড ঘোরার খরচ পড়ে ৪০ হাজার টাকার কাছাকাছি। থাইল্যান্ডে সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, অভয়ারণ্য, বাজার ইত্যাদি বেশ বিখ্যাত।

আরও পড়ুন : কম খরচে কাপলদের ফটোশুটের জন্য সেরা ঠিকানা! একবার গেলে বারবার যাবেন

ভিয়েতনাম : ভিয়েতনামের রাজধানী হ্যানয়, হো চি মিন শহর, হা লং শহর ইত্যাদি আরও অনেক স্থান ঘুরতে পারবেন। ভিয়েতনাম ভ্রমণের বাজেট ৫০,০০০ টাকার কম থাকবে।

Indonesia

ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়া দেশের জাকার্তা, বালি জগৎ বিখ্যাত পর্যটনকেন্দ্র। এছাড়াও রয়েছে লোম্বক, বিনতান ও নিয়াস দ্বীপ। ৫০,০০০ টাকার কম বাজেট থাকলে বিদেশ ভ্রমণের তালিকাতে এই দেশের নাম রাখা যেতেই পারে।

আরও পড়ুন : সিকিম-দার্জিলিং অতীত, নামমাত্র খরচে ঘুরে আসুন এই ৫ পাহাড়ি ডেস্টিনেশন থেকে

কম্বোডিয়া : সমুদ্র সৈকত, মন্দিরসহ আরও অনেক কিছু দেখতে পাবেন এখানে। এখানকার অ্যাঙ্করভাট মন্দির ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অনুমোদন পেয়েছে। কম খরচে বিদেশ ভ্রমণের প্ল্যানিং থাকলে কম্বোডিয়াতেও যাওয়া যেতে পারে।