১০ হাজার টাকায় ঘোরা যায় ভারতের এই ১০ জায়গা! লিস্ট দেখে বানিয়ে নিন ট্যুর প্ল্যান

Updated on:

10 Best Travel Spot In India Under Budget 10 Thousands

কোথাও বেড়াতে যাওয়ার আগে সবার আগেই প্রথমে টাকার চিন্তা মাথায় আসে। খুব বেশি দূরে কোথাও বেশি দিনের জন্য যেতে গেলেই খরচ হয়ে যাবে বেশ কয়েক হাজার টাকা। তবে আজকের এই প্রতিবেদনে ভারতের এমন ১০ জায়গার নাম বলবো আপনাদের যেখানে যেতে হলে মাত্র ১০ হাজার টাকার বাজেট ধরতে হবে। দেখুন কোন কোন জায়গা আছে এর মধ্যে।

চেরাপুঞ্জি

মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গা ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতের জায়গা। এখানে মৌসিনরাম, ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, মকডক ভিউ পয়েন্ট, নোহকালীকাই ফলস, থাংখারাং পার্ক, মোসমাই ফলস, কালিকাই ফলস, রেইনবো ফলস, ক্রাংসুরি ঝর্ণা, এবং সেভেন সিস্টার্স ফলস আপনাকে মুগ্ধ করবে।

Delhi

দিল্লি

ভারতের রাজধানী শহরে রয়েছে জামে মসজিদ, কুতুব মিনার, চাঁদনী চক বাজার, ইন্ডিয়া গেট, লালকেল্লা, সম্রাট হুমায়ুনের সমাধিসহ আরও অনেক ঐতিহাসিক পর্যটনের জায়গা। দিল্লির দর্শনীয় স্থানগুলো দেখার জন্য মাত্র ২ দিন লাগবে। সপরিবারে ১০ হাজার টাকার কমেই ঘুরে আসতে পারবেন দিল্লি।

সিমলা

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা পাহাড়ি স্টেশনের রানী নামে পরিচিত। এখানে রয়েছে মল রোড, দ্য রিজ, সামার হিল, ভ্যাইসরিগেল লজ, সেন্ট মাইকেল ক্যাথিড্রাল, হিমাচল স্টেট মিউজিয়াম এবং জাখু।

Manali

মানালি

হিমাচল প্রদেশেরই আরেক বিখ্যাত পাহাড়ি শহরের নাম মানালি। কুলু জেলার বিয়াস নদীর তীরে রয়েছে এই শহর। এখানে হিড়িম্বা দেবি মন্দির, বন বিহার, রেহালা জলপ্রপাত, গুলাবা, কুল্লু, মান্ডি এবং রোয়েরিক আর্ট গ্যালারি রয়েছে। আপনি চাইলে সিমলা এবং মানালি একসঙ্গে ঘুরে ফেলতে পারেন।

দার্জিলিং

সপরিবারে দার্জিলিং ভ্রমণের খরচ ১০ হাজার টাকার কমে থাকবে। টাইগার হিল থেকে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাতাসিয়া লুপ, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, একাধিক প্যাগোডা ও বুদ্ধদেব মনাস্ট্রি দেখতে পাবেন এখানে।

Agra

আগ্রা

বাজেট কম থাকলে ঘুরে আসতে পারেন আগ্রা থেকেও। উত্তরপ্রদেশের আগ্রা শহর একসময় ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এখানে রয়েছে তাজমহল, আগ্রা দুর্গ, ফতেহপুর সিক্রি, আকবরের সমাধি, জাহাঙ্গীর মহল, আঙ্গুরি বাগ, মেহতাব বাগ, এবং ইতিমাদ-উদ-দৌলার সমাধি।

সিকিম

সিকিমের উত্তর এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে চীনের তিব্বত, পূর্বে রয়েছে ভুটান, পশ্চিমে রয়েছে নেপালের কোশি এবং দক্ষিণে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে আপনি গ্যাংটক, লাচুং, পেলিং দেখতে পাবেন।

Agra

কাশ্মীর

কাশ্মীর হল পৃথিবীর স্বর্গ। এখানে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পেহেলগাম, গুলমার্গ, সোনোমার্গ আর শ্রীনগরের ডাল লেক, মোঘল বাগান ও হজরতবাল মসজিদ এগুলোর বাইরে দুধপত্রী, কোকরনাগ, সিনথেনটপ, ও ডাকসুম।

জয়পুর

ঘুরে আসতে পারেন রাজস্থানের জয়পুর থেকেও। এই জায়গাকে বলা হয় গোলাপি শহর। এখানে প্রাচীন অ্যাম্বার দুর্গ, বৃহত্তম পাথরের মান মন্দির, যন্তর মন্তর, সেন্ট্রাল মিউজিয়াম, হাওয়ামহল রয়েছে।

আরও পড়ুন : সেলফি জোন থেকে আধুনিক টয়ট্রেন! দার্জিলিংয়ে চালু হল একাধিক মজাদার পরিষেবা

Udaipur

আরও পড়ুন : বাজেটে ফিট, ডেস্টিনেশন হিট! বর্ষায় ঘুরে আসুন পাহাড়-জঙ্গল ঘেরা বুনকুলুং

উদয়পুর

গুজরাট ও রাজস্থানের সীমান্তে অবস্থিত উদয়পুর। একে বলা হয় হ্রদ নগরী। এখানে উদয়পুর সিটি প্যালেস,গংগৌর ঘাট, ফতেহ সাগর লেক, একলিংজি মন্দির, জগদীশ মন্দির, এবং দুধ তালাই সঙ্গীত বাগান ঘুরতে পারবেন।